সারদা মামলায় অভিযুক্ত, তবুও বিদেশ যাত্রার অনুমতি পেলেন কুণাল ঘোষ, বারবার কেন এমন রায় আদালতের

সারদা চিটফান্ড মামলায় জামিনে থাকলেও, এবার আবারও বিদেশ যাওয়ার অনুমতি পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর পাসপোর্ট আদালতে জমা থাকায় প্রত্যেকবারই বিদেশ সফরের জন্য তাঁকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। এবার অক্টোবর মাসে তিনি লন্ডন ও আয়ারল্যান্ডে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যাবেন।

বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ কুণাল ঘোষের বিদেশ যাত্রার আবেদন মঞ্জুর করেছে। তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী জানিয়েছেন, আইন মেনেই এই অনুমতি নেওয়া হয়েছে। আগের সফরের মতোই, এবারও তাঁকে পাঁচ লক্ষ টাকার বন্ড জমা রাখতে হবে, যা সফর শেষে দেশে ফিরলে তিনি ফেরত পাবেন।

কুণালের বিদেশ যাত্রা ও আদালতের শর্ত
উল্লেখ্য, ২০১৭ সালে সারদা মামলায় জামিন পাওয়ার পর থেকেই কুণাল ঘোষের পাসপোর্ট সিবিআই বিশেষ আদালতে জমা রয়েছে। ২০২৩ সালে প্রথমবার বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। যদিও সেই সময় সিবিআই আপত্তি জানিয়েছিল, কিন্তু কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে সেই অনুমতি মঞ্জুর করেছিল।

এর আগেও তিনি সিঙ্গাপুর, দুবাই ও লন্ডনে গিয়েছিলেন আদালতের অনুমতি নিয়েই। সম্প্রতি মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গ্লোবাল বিজনেস সামিটে যোগ দিতেও আদালতের অনুমতি নিয়েছিলেন তিনি। প্রতিটি ক্ষেত্রে আদালত এই শর্ত দিয়ে থাকে যে, তিনি জামিনের শর্তাবলী লঙ্ঘন করবেন না এবং সফর শেষে দেশে ফিরে আসবেন।