ভেনিসে বিশ্বজয় করলেন বাংলার মেয়ে অনুপর্ণা, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে এবার জ্বলজ্বল করছে বাংলার নাম। ‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের সম্মান জিতে নিয়েছেন পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়। তাঁর পরিচালিত ছবি ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ জিতে নিয়েছে এই আন্তর্জাতিক সম্মান।

পুরস্কার হাতে নিয়ে অনুপর্ণা রায় জানান, এই জয় আসলে সমাজের অন্তরালে থাকা প্রতিটি নারীর লড়াইকে উৎসর্গ করে। তাঁর এই ছবিটি মুম্বইয়ে বসবাসকারী দুই নারীর জীবন সংগ্রামকে কেন্দ্র করে তৈরি। এই ছবিতে অভিনয় করেছেন নীজ শেখ এবং সুমি বাঘেল। প্রযোজনা করেছেন বিভাংশু রায়, রোমিল মোদি এবং রঞ্জন সিং, আর প্রেজেন্টার ছিলেন বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ।

মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা
বাংলার মেয়ের এই দুর্দান্ত সাফল্যে গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অনুপর্ণাকে অভিনন্দন জানিয়েছেন তাঁর এক্স হ্যান্ডেলে। মুখ্যমন্ত্রী লেখেন, “আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই।” তিনি আরও বলেন, “ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের মতো বিশ্বখ্যাত মঞ্চে এই সম্মান পাওয়া কার্যত পৃথিবী জয় করার সমান। এই শাখায় তাঁর আগে কোনো ভারতীয় পরিচালক এই সম্মান পাননি। তাঁর মুকুটপ্রাপ্তি আমাদের বাংলার মেয়েদের জয়।”

অনুপর্ণার পরিবারের শিকড় জঙ্গলমহলের রাঙামাটিতে। এই পুরস্কার শুধু অনুপর্ণার একার নয়, বরং সমগ্র বাংলা তথা ভারতের জন্য এক বিরাট গৌরব।