টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ‘বিদ্রোহ’, এশিয়া কাপে বাদ পড়েই বিস্ফোরক মন্তব্য শার্দূল ঠাকুরের

এশিয়া কাপের দলে সুযোগ না পেয়েই ভারতীয় ক্রিকেট বোর্ড এবং টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন ক্রিকেটার শার্দূল ঠাকুর। দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের নতুন ফতোয়া, যেখানে বলা হয়েছে আন্তর্জাতিক ম্যাচের বাইরে সকল ক্রিকেটারকে ঘরোয়া ম্যাচ খেলতে হবে, সেই প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। শার্দূলের অভিযোগ, ক্রিকেটারদের শারীরিক সুস্থতাকে গুরুত্ব দেওয়া হয় না।

দলিপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের নেতা হিসেবে খেলার পর শার্দূল বলেন, “অনেক সময় ক্রিকেটারদের শারীরিক অবস্থাকে হালকাভাবে নেওয়া হয়। ওয়ার্কলোড ম্যানেজমেন্টও সর্বোচ্চ মানের নয়। কেউ আমাদের এসে এক বারের জন্যও জিজ্ঞেস করে না, আমাদের শরীরের অবস্থা কেমন।”

শার্দূল আরও বলেন, “আমি বলছি না যে বিশ্রাম নেওয়ার জন্য একের পর এক ম্যাচ থেকে নাম তুলে নেব। কিন্তু মাঝে মাঝে বিশ্রাম পেলে সেটা শরীরের জন্যই ভালো।” তিনি মনে করেন, আধুনিক ক্রিকেটে ক্রিকেটারদেরই নিজেদের ওয়ার্কলোড সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকা উচিত। তাঁর মতে, মাঠে নামলে একজন ক্রিকেটার নিজের সেরাটা উজাড় করে দেয়, তাই ম্যাচের মাঝে পর্যাপ্ত বিশ্রাম শরীরকে সুস্থ রাখতে জরুরি।

এশিয়া কাপের ধারাভাষ্যে কারা থাকছেন?‌ প্রকাশ পেল তালিকা, দেখা যাবে নতুন মুখও!

এবারের এশিয়া কাপের জন্য ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করা হয়েছে। ভারতের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটারকে এই তালিকায় দেখা যাবে, যার মধ্যে কিছু নতুন মুখও রয়েছে। নিয়মিত ধারাভাষ্যকার সুনীল গাভাসকার এবং রবি শাস্ত্রী ছাড়াও এই তালিকায় রয়েছেন সঞ্জয় মঞ্জরেকর, রবীন উথাপ্পা-সহ আরও অনেকে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ইংরেজি ভাষায় ধারাভাষ্য দেবেন সুনীল গাভাসকার, রবি শাস্ত্রী, সঞ্জয় মঞ্জরেকর, রবীন উথাপ্পা, ওয়াসিম আক্রাম, ওয়াকার ইউনিস, বাজিদ খান, রাসেল আর্নল্ড এবং সাইমন ডুল। এছাড়াও ভারতীয় দলের প্রাক্তন দুই সহকারী কোচ ভরত অরুণ এবং অভিষেক নায়ারকেও ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে। এশিয়া কাপের মতো একটি বড় মঞ্চে নিয়মিত ধারাভাষ্য দেন না এমন কয়েকজনের উপস্থিতি এবারের আসরকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করা হচ্ছে।