এসএসসি পরীক্ষায় ভিনরাজ্যের পরীক্ষার্থী, চাকরি সংরক্ষণের দাবিতে এবার মুখ খুললেন নওশাদ সিদ্দিকী

পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষা নিয়ে এবার বড় বিতর্ক। এই রাজ্যে চাকরির আকালের মধ্যেই এই পরীক্ষায় ভিনরাজ্য থেকে প্রায় ৩১ হাজার পরীক্ষার্থী অংশ নেওয়ায় প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে রাজ্যের নাগরিকদের জন্য চাকরি সংরক্ষণের দাবি তুলেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর বিধায়ক নওশাদ সিদ্দিকী।
নওশাদ সিদ্দিকী বলেন, “আমাদের রাজ্যে এমনিতেই কাজ নেই। আর কাজ যদি থাকে তারও সঠিক মূল্যায়ন হয় না। ফলস্বরূপ, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “ভিনরাজ্যের প্রচুর মানুষ কাজের জন্য এই রাজ্যে আসছেন, কারণ এখানে বাঙালিদের জন্য চাকরি সংরক্ষণ করা নেই। তাই আমি বলতেই পারি, ৮০ থেকে ৯০ শতাংশ আসন সংরক্ষণ করা উচিত।”
কেন এই দাবি?
এসএসসি সূত্রে খবর, এবার পরীক্ষায় মোট ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থী বসেছেন। তার মধ্যে প্রায় ৩১ হাজার পরীক্ষার্থী এসেছেন ভিনরাজ্য থেকে। এটি রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। জানা গেছে, ২০১৬ সালের পরীক্ষায় হিন্দি মিডিয়ামের পরীক্ষার্থীদের অনুমতি ছিল না, যা এবার প্রথমবার দেওয়া হয়েছে।
নওশাদ সিদ্দিকী স্পষ্ট করেন, অন্যান্য রাজ্যের পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ায় তিনি বিরোধিতা করছেন না। কিন্তু তাঁর মতে, নিজেদের রাজ্যে বাঙালিদের কাজের সুযোগ নিশ্চিত করতে দ্রুত সংরক্ষণ প্রয়োজন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন সবার নজর সরকারের পদক্ষেপের দিকে।