পুজো মণ্ডপে ‘দহন’, অ্যাসিড আক্রান্ত নারীদের জীবনযুদ্ধ এবার থিম, যা দেখা যাবে ভাবলে চমকে যাবেন

এবার দুর্গাপুজোর মতো এক বৃহত্তর মঞ্চে ফুটে উঠবে অ্যাসিড আক্রান্ত নারীদের কঠিন জীবনযুদ্ধের গল্প। বিধাননগরের দক্ষিণদাঁড়ি ইউথ তাদের ২৫তম বর্ষের পুজোয় এই অনন্য বিষয়টিকে থিম হিসেবে বেছে নিয়েছে। এবারের থিমের নাম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাসের হাতে রূপ পাচ্ছে মণ্ডপ থেকে মাতৃপ্রতিমা।

নারীর ক্ষমতায়ন নিয়ে পুজোয় অনেক থিম হলেও, অ্যাসিড আক্রমণের মতো ভয়ঙ্কর ও যন্ত্রণাদায়ক বিষয় সচরাচর দেখা যায় না। তাই এই ব্যতিক্রমী ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। শিল্পী অনির্বাণ দাস জানান, এই থিমের মাধ্যমে অ্যাসিড আক্রান্তদের সুবিধা-অসুবিধা ও তাঁদের অধিকারের কথা তুলে ধরা হবে।

মণ্ডপে কী দেখবেন দর্শকরা?
এই থিমটিকে আরও বেশি প্রাণবন্ত করে তুলতে থাকছে এক বিশেষ চমক। শুধু মণ্ডপে থিমের উপস্থাপনই নয়, অ্যাসিড আক্রান্তরা নিজেরাই সরাসরি দর্শকদের সামনে তাঁদের জীবনের কথা তুলে ধরবেন। তাঁরা নিজেদের কঠিন লড়াই ও অভিজ্ঞতা ভাগ করে নেবেন। মণ্ডপে আয়না, চট ও মাটির ব্যবহার করে শিল্পীর ভাবনাকে ফুটিয়ে তোলা হবে। একইসঙ্গে, যাঁরা জীবনের কঠিন লড়াইয়ে সফল হয়েছেন, এমন অ্যাসিড আক্রান্তদের ছবিও থাকবে।

দক্ষিণদাঁড়ি ইউথ ক্লাবের সাধারণ সম্পাদক পার্থ ভার্মা বলেন, “আমাদের এবার মূল লক্ষ্য সমাজে একটা বড় বার্তা দেওয়া। কারও সঙ্গে মতের অমিল বা অপ্রাপ্তির জেরে অ্যাসিড আক্রমণ হয়। মুখ মানুষের অন্যতম একটি পরিচিতি, আর সেটাই মিটিয়ে দেওয়ার চেষ্টা করে আক্রমণকারীরা। এই কঠিন পরিস্থিতি ও লড়াই কতটা, তা উপলব্ধি করতে হলে আমাদের মণ্ডপে আসতে হবে।” এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে এত বড় মঞ্চে তুলে ধরার জন্য পুজো কমিটি ও শিল্পীকে অভিনন্দন জানিয়েছেন অ্যাসিড আক্রান্তদের নিয়ে কাজ করা সমাজকর্মীরাও।