বাঙালি দেখলেই ‘বাংলাদেশি’ অপবাদ, উত্তরপ্রদেশে আটক মুর্শিদাবাদের ১৮ শ্রমিক, শেষে কী ঘটল

‘বাংলাদেশি’ সন্দেহে উত্তরপ্রদেশে আটক হয়েছিলেন মুর্শিদাবাদের ১৮ জন পরিযায়ী শ্রমিক। তবে দ্রুত তৎপরতায় নিজেদের ভারতীয় হিসেবে প্রমাণ করে মুক্তি পেয়েছেন তাঁরা। এই ঘটনায় তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। আটক হওয়া শ্রমিকদের মধ্যে ১৫ জন ছিলেন বহরমপুরের এবং বাকি ৩ জন শক্তিপুর ও সালারের বাসিন্দা।

ভিনরাজ্যে তাঁদের আটকে রাখার খবর পেয়ে চরম দুশ্চিন্তায় পড়ে পরিবার। এরপরই তাঁরা স্থানীয় বিধায়ক হুমায়ুন কবীরের দ্বারস্থ হন এবং তাঁকে পুরো ঘটনা জানান। বিধায়কের তৎপরতায় জেলা পুলিশের সহযোগিতায় ওই শ্রমিকদের সমস্ত পরিচয়পত্রের নথি দ্রুত উত্তরপ্রদেশে পাঠানো হয়।

বিজেপিকে কড়া আক্রমণ বিধায়ক হুমায়ুন কবীরের
পরিচয়পত্র যাচাইয়ের পর তাঁরা ভারতীয় হিসেবে প্রমাণিত হন এবং সঙ্গে সঙ্গেই তাঁদের মুক্তি দেওয়া হয়। সকল শ্রমিককে বাড়ি ফিরে আসারও ব্যবস্থা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন বিধায়ক হুমায়ুন কবীর। তিনি অভিযোগ করেন, ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের প্রতিনিয়ত হেনস্থা হতে হচ্ছে। তাঁর দাবি, ২০২৬ সালের বিধানসভা ভোট পর্যন্ত এ ধরনের ঘটনা চলতেই থাকবে এবং বিজেপি পরাজয়ের মুখ দেখলেই এই হেনস্তা বন্ধ হবে।