“ভোটে অংশ নেব না”- উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে বড় ঘোষণা করলো BRS ও BJD

উপরাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারতের জাতীয় রাজনীতিতে এক নতুন সমীকরণ দেখা গেল। ভোটগ্রহণের মাত্র একদিন আগে দুটি প্রভাবশালী নিরপেক্ষ দল—তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি (BRS) এবং ওড়িশার বিজু জনতা দল (BJD)—নির্বাচন থেকে নিজেদের দূরে রাখার ঘোষণা করেছে। এই দুই দলই বর্তমানে এনডিএ বা ইন্ডিয়া ব্লক, কোনো জোটেরই অংশ নয়।
বিআরএস-এর ভোট বয়কটের কারণ ইউরিয়ার অভাব
বিআরএসের কার্যকরী সভাপতি কে.টি. রামা রাও (KTR) সোমবার জানিয়েছেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তটি আসলে তেলেঙ্গানার কৃষকদের প্রতি সরকারের উদাসীনতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, রাজ্যে ইউরিয়ার তীব্র ঘাটতি চলছে, যার ফলে কৃষকদের মধ্যে মারামারি পর্যন্ত হচ্ছে। কেটিআর বিজেপি ও কংগ্রেস, উভয়কেই এই সংকট সমাধানে ব্যর্থ হওয়ার জন্য দায়ী করেছেন। তিনি আরও জানান, যদি এই নির্বাচনে ‘নোটা’র (NOTA) বিকল্প থাকত, তাহলে বিআরএস সেটি ব্যবহার করত।
বিজেডি-র কাছে সবার উপরে ওড়িশা
বিজেডি নেতা সস্মিত পাত্র জানিয়েছেন, তাদের দলের প্রধান অগ্রাধিকার হলো ওড়িশার সাড়ে চার কোটি মানুষের কল্যাণ। দলের সভাপতি নবীন পট্টনায়েকের সঙ্গে পরামর্শের পর, বিএসডি এই নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাত্র বলেন, “বিজেডি এনডিএ এবং ইন্ডিয়া ব্লক উভয় থেকেই সমান দূরত্ব বজায় রাখছে। আমাদের একমাত্র মনোযোগ ওড়িশার উন্নয়ন ও কল্যাণ।”
কবে উপরাষ্ট্রপতি নির্বাচন?
উপরাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ আগামীকাল, ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এই নির্বাচনে ইন্ডিয়া ব্লকের প্রার্থী হিসেবে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বি. সুদর্শন রেড্ডি এবং এনডিএ-র প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণন। উপরাষ্ট্রপতি নির্বাচন সংসদের দুই কক্ষের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি ইলেক্টোরাল কলেজ দ্বারা পরিচালিত হয়। গত ২১ জুলাই জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই পদটি শূন্য ছিল।