ভয়াবহ বন্যায় বিপর্যস্ত উত্তর ভারত, পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা আসবে

প্রবল বর্ষণের জেরে ভয়াবহ বন্যায় ভাসছে পাঞ্জাব, হিমাচল প্রদেশ-সহ উত্তর ভারতের একাধিক রাজ্য। হিমাচলে ভূমিধস ও হড়পা বানের ঘটনা ঘটছে, আর পাঞ্জাবের প্রায় ১৪০০টি গ্রাম জলমগ্ন বলে জানা গেছে। এই কঠিন পরিস্থিতিতে বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে মঙ্গলবার হিমাচল ও পাঞ্জাব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত সূচি
হিমাচল প্রদেশ: মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ প্রধানমন্ত্রী হিমাচলের কাংড়া জেলায় পৌঁছবেন। সেখানে তিনি সরকারি আধিকারিকদের সঙ্গে বন্যা ও ভূমিধসের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এছাড়াও, জাতীয় এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের সঙ্গেও কথা বলবেন।
পাঞ্জাব: এরপর বিকেল ৩টে নাগাদ তিনি পাঞ্জাবে পৌঁছে আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। বিকেল ৪টা ১৫ নাগাদ গুরুদাসপুরে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন এবং বন্যা কবলিত মানুষ ও উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গেও কথা বলবেন।
ত্রান প্যাকেজ ঘোষণার সম্ভাবনা
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর প্রমাণ করে যে, সরকার সব সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। এরই মধ্যে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য একটি বিশেষ ত্রাণ প্যাকেজ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। এই প্যাকেজে অর্থ, খাদ্য, আশ্রয় এবং পুনর্বাসনের জন্য সহায়তা থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর প্রধানমন্ত্রীর এই সফরকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “বর্ষায় হিমাচলের পরিস্থিতি এরকম হলে আগামী দিনে কীভাবে রাজ্য নিজের পায়ে দাঁড়াবে!” প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে এখন সকলের নজর রয়েছে, তিনি কী বার্তা দেন এবং দুর্গতদের জন্য কী ধরনের সহায়তা ঘোষণা করেন।