থানায় চরম পরিণতি, পারিবারিক অশান্তি মেটাতে গিয়ে পুলিশের সামনেই জামাইকে কুপিয়ে খুন করলেন শ্বশুর

পারিবারিক বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি দেখল গুজরাটের একটি থানা। পারিবারিক অশান্তি মেটাতে থানায় গিয়ে পুলিশের চোখের সামনেই নিজের জামাইকে কুপিয়ে খুন করলেন শ্বশুর। জানা গেছে, মৃত যুবকের নাম সাগর। পরিবারের অমতে প্রেম করে বিয়ে করা এবং স্ত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়াকে কেন্দ্র করেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, গুজরাটের সুরাটের আমরোলি থানায় এই ঘটনা ঘটেছে। সাগরের স্ত্রী সম্প্রতি অন্তঃসত্ত্বা ছিলেন। এই নিয়ে পারিবারিক অশান্তি চরমে পৌঁছলে, তা মিটমাট করতে সাগর এবং তাঁর শ্বশুর দেবীদাস কাধরে থানায় গিয়েছিলেন। সেখানেই পুলিশের সামনে দু’জনের মধ্যে তুমুল বচসা শুরু হয়। আচমকা জামার ভেতর থেকে একটি ধারালো ছুরি বের করে সাগরের ওপর হামলা করেন দেবীদাস। একাধিকবার সাগরের গলায় কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সাগর। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর দেবীদাসকে দ্রুত গ্রেপ্তার করেছে পুলিশ।