নয়ডার পর এবার কলকাতা, নিউটাউনে অভিজাত আবাসনের একটি টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ,

নয়ডার টুইন টাওয়ারের মতো একই ভাগ্য বরণ করতে চলেছে নিউটাউনের অভিজাত আবাসন ‘এলিটা গার্ডেন ভিস্তা’-র একটি টাওয়ার। কলকাতা হাইকোর্টের নির্দেশে ১৬তম টাওয়ারটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ এই ২৬ তলা ভবনটিকে অবৈধ নির্মাণ বলে ঘোষণা করেছে। এতে থাকা ১৬০টি ফ্ল্যাটের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

কেন এই নির্দেশ?

অতিরিক্ত টাওয়ার নির্মাণ: প্রথম নির্মাতার (কেপেল ম্যাগাস) মূল পরিকল্পনায় ১৫টি টাওয়ার এবং ১,২৭৮টি ফ্ল্যাট থাকার কথা ছিল। কিন্তু ২০১৪ সালে প্রকল্পটি হাতবদল হওয়ার পর নতুন প্রোমোটার একটি খোলা জায়গায় ১৬তম টাওয়ারটি নির্মাণের জন্য নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (NKDA)-র কাছে অনুমোদন চেয়ে আবেদন করেন।

অনুমোদন ও অভিযোগ: ২০১৫ সালে NKDA সেই অনুমোদন দিলেও, ফ্ল্যাট মালিকরা বিষয়টি জানতে পারেন ২০১৭ সালে। তাদের অভিযোগ, এই অতিরিক্ত টাওয়ার নির্মাণের কারণে প্রতিটি অ্যাপার্টমেন্টের কার্পেট এরিয়ার আনুপাতিক অংশ কমে গেছে এবং রাস্তার জায়গা ৬০০ বর্গমিটার কমানো হয়েছে।

আইনি লড়াই: ২০১৮ সালে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ১৬তম টাওয়ারটিকে অবৈধ ঘোষণা করে। কিন্তু তা সত্ত্বেও নির্মাণ কাজ চলতে থাকে এবং টাওয়ারটি ২৬ তলা পর্যন্ত নির্মিত হয়ে যায়। এরপর সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হলে, ডিভিশন বেঞ্চও সেই রায় বহাল রাখে।

আদালতের নির্দেশ ও বাসিন্দাদের আশঙ্কা:

বিচারপতি মান্থা ও বিচারপতি গুপ্তার ডিভিশন বেঞ্চ আগামী ২ মাসের মধ্যে টাওয়ারটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। প্রোমোটার নিজে এই কাজ করতে পারেন অথবা NKDA প্রোমোটারের খরচে তা করবে।

এই নির্দেশের ফলে ১৬তম টাওয়ারের বাসিন্দারা দিশেহারা। তারা বলছেন, তাদের বাড়ি এবং জীবনের সঞ্চয় সবটাই চলে গেল। শুধু তাই নয়, পাশের টাওয়ারগুলোর বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন। তাদের আশঙ্কা, এত বড় একটি ভবন ডিনামাইট দিয়ে ভাঙার সময় কম্পনের কারণে তাদের ভবনও ক্ষতিগ্রস্ত হতে পারে।

আবাসিকরা এখনও আদালতের কাছে মানবিকতার খাতিরে এই নির্দেশের পুনর্বিবেচনা করার আশা করছেন।