আসান্ন নির্বাচনে SIR শুরুর দাবিতে সুপ্রিম কোর্টে মামলা, পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে নোটিশ

আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে এমন পাঁচটি রাজ্যে ‘সিস্টেমেটিক ইলেক্টরাল রোল রিফ্রেশার’ (SIR) শুরু করার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। বিহারের পর এবার পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং অসমের ক্ষেত্রেও এই আবেদন জানানো হয়েছে।
সোমবার আইনজীবী অশ্বিনী উপাধ্যায় সুপ্রিম কোর্টে এই আবেদন জানান। তার আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে। আগামী ১৫ সেপ্টেম্বর এসআইআর সংক্রান্ত অন্যান্য মামলার সঙ্গে এই মামলাটিরও শুনানি হবে।
আধার কার্ড প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করার নির্দেশ
এরই মধ্যে সুপ্রিম কোর্ট বিহারের এসআইআর মামলায় একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, ভোটারদের বৈধতা যাচাই করার জন্য নির্বাচন কমিশনকে আধার কার্ডকেও একটি প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে হবে। এর আগে নির্বাচন কমিশন ১১টি নথিকে বৈধতা দিয়েছিল, যার সঙ্গে এবার ১২তম নথি হিসেবে আধার যুক্ত হলো।
যদিও শীর্ষ আদালত এ কথাও স্পষ্ট করে দিয়েছে যে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। প্রয়োজনে কমিশন আধারের সত্যতা যাচাই করতে পারবে। এই নির্দেশের ফলে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।