টানা ৬ দিন ব্যাঙ্ক বন্ধ, পুজোর আগেই ব্যাঙ্কে যাওয়ার আগে এই তালিকা দেখে নিন

দুর্গাপুজোর আগে টানা ৬ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক! সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে পুজো ও সাপ্তাহিক ছুটির কারণে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে অবশ্যই এই ছুটির তালিকাটি দেখে নিন।
সাধারণত, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সব রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এর সঙ্গে যুক্ত হচ্ছে বিভিন্ন উৎসবের ছুটি। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেও এক নাগাড়ে ব্যাঙ্ক বন্ধ থাকার খবর এসেছে।
একনজরে ছুটির তালিকা:
১২ সেপ্টেম্বর (শুক্রবার): ঈদ-ই-মিলাদ-উল-নবি উপলক্ষে জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৩ সেপ্টেম্বর (শনিবার): মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ সেপ্টেম্বর (রবিবার): সাপ্তাহিক ছুটি।
পুজোর ছুটি: টানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক!
পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উপলক্ষে সেপ্টেম্বরের শেষ থেকে টানা ছুটি থাকবে। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।
২৭ সেপ্টেম্বর (শনিবার): মাসের চতুর্থ শনিবার।
২৮ সেপ্টেম্বর (রবিবার): সাপ্তাহিক ছুটি।
২৯ সেপ্টেম্বর (সোমবার): দুর্গাপূজা।
৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার): দুর্গাপূজা।
১ অক্টোবর (বুধবার): দুর্গাপূজা।
২ অক্টোবর (বৃহস্পতিবার): গান্ধী জয়ন্তী।
সুতরাং, ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। পুজোর আগে ব্যাঙ্কের কাজ থাকলে এই ছুটির তালিকা মাথায় রেখে দ্রুত সেরে ফেলুন।