AIACHO- অফিসারদের সঙ্গে শুভেন্দুর বৈঠক, বিস্ফোরক অভিযোগ শুনে পাশে থাকার আশ্বাস,

‘অল ইন্ডিয়া আয়ুষ কমিউনিটি হেলথ অফিসারস অ্যাসোসিয়েশন’-এর (AIACHO) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এই বৈঠকে কমিউনিটি হেলথ অফিসারদের একাধিক সমস্যার কথা তুলে ধরেন প্রতিনিধিরা।
সূত্রের খবর, শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে নিজেদের বঞ্চনার কথা জানান কমিউনিটি হেলথ অফিসাররা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের দাবি-দাওয়া উপেক্ষিত। রাজ্য সরকারের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হচ্ছে না।
বিক্ষুব্ধ প্রতিনিধিদের সমস্ত অভিযোগ শোনেন শুভেন্দু অধিকারী। তাঁদের আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমি আপনাদের পাশে আছি। আপনাদের সমস্যা সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করব।”
প্রসঙ্গত, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় কমিউনিটি হেলথ অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁদের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।