পাকিস্তানের জয়ের পর মোদী-মোদীর স্লোগান!, এশিয়া কাপের আগে কী ঘটলো?

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে পাকিস্তান। কিন্তু এই জয়ের পর যা ঘটেছে তা অপ্রত্যাশিত। সংযুক্ত আরব আমিরাতের শারজায় ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে আফগানিস্তানের সমর্থকরা হঠাৎ করেই “মোদী-মোদী” স্লোগান দিতে শুরু করেন।
তাদের এই স্লোগানের কারণ জানতে চাইলে এক আফগান সমর্থক বলেন, “টস হারার কারণেই তাদের দল অর্ধেক ম্যাচ হেরে গেছে।” অন্য একজন বলেন, “পাকিস্তান দল ভাগ্যবান, কিন্তু আফগানিস্তান দলই এশিয়া কাপ জিতবে এবং ফাইনালে ভারতের মুখোমুখি হবে।” এই কথা বলার পরেই কিছু সমর্থক স্লোগান দিতে শুরু করেন।
ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তান ২০ ওভারে ১৪১ রান করে। জবাবে আফগানিস্তানের দল মাত্র ৬৬ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে স্পিনার মোহাম্মদ নওয়াজ দুর্দান্ত বোলিং করেন, ২.৫ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট নেন। এছাড়া আবরার আহমেদ ১৭ রানে ২ উইকেট, শাহিন আফ্রিদি ১টি এবং সুফিয়ান মুকিম ৯ রানে ২টি উইকেট নেন।
এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। অন্যদিকে, ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে ১২ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে। এরপরই তাদের সবচেয়ে বড় পরীক্ষা হবে ভারতের বিরুদ্ধে।