পুজোর আগেই সুখবর! খুলে দেওয়া হলো তিলপাড়া ব্যারাজের সেতু, ফিরল স্বস্তি

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে খুলে গেল বীরভূমের তিলপাড়া ব্যারাজের উপর সেতু। গত ৯ আগস্ট থেকে সংস্কার কাজের জন্য এই সেতু বন্ধ ছিল। রবিবার সকাল থেকেই জেলা প্রশাসনের অনুমতিতে সেতুর উপর দিয়ে বাস চলাচল শুরু হয়েছে। মূলত চাকরিপ্রার্থী এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের নির্দেশ অনুযায়ী, আপাতত প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাস চলাচল করতে পারবে। এই নিয়মটি আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে বাসের গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে বাস চলতে পারবে।

সেচ দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে, এক মাসের বেশি সময় ধরে চলা মেরামতির কাজ শেষ হয়েছে এবং ব্যারাজের বহনক্ষমতা আগের থেকে বেড়েছে। তবে ভারী পণ্যবাহী যান চলাচলের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সেতু চালু হওয়ায় খুশি বাস মালিক ও চালকেরা। বীরভূম জেলা বাস মালিক সমিতির সহ-সম্পাদক তন্ময় পৈতুণ্ডী প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এবং ২৪ ঘন্টা বাস চলাচলের অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, খুব শিগগিরই রাজ্য সেচ দফতরের বিশেষজ্ঞ দল এবং বাঁধ বিশেষজ্ঞ জুলফিকার আহমেদ ব্যারাজ পরিদর্শনে আসবেন। তাদের রিপোর্টের ভিত্তিতেই আগামী দিনে সেতুর উপর দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবে, তা নির্ধারিত হবে। আপাতত সময় ও গতির সীমাবদ্ধতা থাকলেও, সাধারণ মানুষ ও যাত্রীরা এই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি পেয়েছেন।