বকেয়া পাওনার দাবিতে সাইট ইঞ্জিনিয়ারকে বেধড়ক মারধর, পাঁশকুড়ায় থমকে গেল ১৮ কোটির রেল প্রকল্প

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় একটি রেল প্রকল্পে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বকেয়া পাওনার দাবিতে এক সাইট ইঞ্জিনিয়ারকে প্রকাশ্য দিবালোকে মারধর করা হয়েছে এবং তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার পর প্রায় ১৮ কোটি টাকার রেল প্রকল্পের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

নিগৃহীত ইঞ্জিনিয়ারের নাম নিমাই বর্মন, যিনি গুয়াহাটির একটি ঠিকাদারি সংস্থার হয়ে কাজ করেন। শুক্রবার ক্ষীরাই এলাকার দোকাণ্ডা গ্রামে এই ঘটনা ঘটে। নিমাইবাবু দুই স্থানীয় তৃণমূল নেতা সমীর মাইতি ও সুজিত ঘোড়াইয়ের বিরুদ্ধে পাঁশকুড়া থানায় এফআইআর করেছেন। অভিযোগ অনুযায়ী, প্রকল্পের জন্য বিদ্যুৎ সরবরাহকারী সমীর মাইতির প্রায় ৪০ হাজার টাকা বকেয়া ছিল। একইসঙ্গে, সুজিত ঘোড়াইয়ের বাবারও কিছু পাওনা টাকা আটকে ছিল। এই নিয়ে শ্রমিকদের সঙ্গে বচসার সময় সমীর ও সুজিত নিমাইবাবুকে ঘিরে ধরে চড়-ঘুষি মারেন এবং ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখার চেষ্টা করেন। সহকর্মীদের সহায়তায় তিনি রক্ষা পান।

ঘটনার পর ঠিকাদারি সংস্থা কাজ বন্ধ করে দিয়েছে। এলাকার শ্রমিক ও কর্মীরা ক্যাম্প ছেড়ে চলে গেছেন, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত সমীর মাইতি অবশ্য দাবি করেছেন, তিনিই উল্টে ইঞ্জিনিয়ারের হাতে আক্রান্ত হয়েছেন।

এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির জেলা নেতা সিন্টু সেনাপতি অভিযোগ করেন, তোলা না পাওয়ায় শাসক দলের নেতারা ইঞ্জিনিয়ারকে আক্রমণ করেছেন। অন্যদিকে, তৃণমূল জেলা সভাপতি সুজিত রায় জানিয়েছেন যে, এই বিষয়টি এখনও তাদের নজরে নেই। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।