‘দুর্গা’ থেকে ‘সম্পূর্ণা’! জীবনের ‘পূর্ণ বৃত্তে’ প্রবেশ, হিন্দি সিরিজে অভিষেক নিয়ে কী বললেন সন্দীপ্তা?

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন এবার হিন্দি টেলিভিশনে পা রাখছেন। তার অভিনীত নতুন ধারাবাহিক ‘সম্পূর্ণা’ আজ, সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে স্টার প্লাস এবং হটস্টারে প্রিমিয়ার হতে চলেছে। এই বিশেষ দিনে সন্দীপ্তা তার প্রথম মেগা ‘দুর্গা’-র সঙ্গে নতুন এই কাজের এক অদ্ভুত যোগসূত্র খুঁজে পেয়েছেন, যা তিনি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন।

সন্দীপ্তা তার পোস্টে জানান, ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর স্টার জলসায় তার প্রথম ধারাবাহিক ‘দুর্গা’-র মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়েছিল। ঠিক ১৮ বছর পর, সেই একই তারিখে তার প্রথম হিন্দি সিরিজ ‘সম্পূর্ণা’র প্রিমিয়ার হচ্ছে। তিনি লেখেন, এই তারিখের এমন সংযোগকে তার কাছে মহাজাগতিক বলে মনে হচ্ছে, যেন মহাবিশ্ব তার যাত্রাকে সুন্দরভাবে সাজিয়েছে।

অভিনেত্রী আরও জানান, তার প্রথম কাজ ‘দুর্গা’ এবং নতুন এই ধারাবাহিক ‘সম্পূর্ণা’ দুটিই প্রযোজনা করেছে এসভিএফ এন্টারটেইনমেন্ট (SVF Entertainment)। এই একই প্রযোজনা সংস্থার সঙ্গে এত বছর পরেও কাজ করতে পেরে তিনি অত্যন্ত কৃতজ্ঞ।

সন্দীপ্তা তার নতুন ধারাবাহিক ‘সম্পূর্ণা’-তে ‘মিট্টি’ চরিত্রে অভিনয় করছেন, যা হইচই-এর জনপ্রিয় বাংলা সিরিজ ‘নষ্টনীড়’-এর হিন্দি সংস্করণ। এই চরিত্রে অভিনয় করা তার কাছে জীবনের ‘পূর্ণ বৃত্তে’ প্রবেশের মতো। তিনি বাঙালি দর্শকদের প্রতি তার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সারা দেশের দর্শকদের কাছ থেকে একই ভালোবাসা, আশীর্বাদ এবং উৎসাহ পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি তার পুরো টিম এবং সহ-অভিনেতাদেরও তাদের সমর্থন এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।