১৫২ জন দাগি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে! নবম-দশম এসএসসি পরীক্ষা নিয়ে মামলা হবে, বললেন শুভেন্দু অধিকারী

হাজারও বিতর্কের পর রবিবার নবম-দশমের এসএসসি-র নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হলেও, তা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, পরীক্ষার নামে যা হয়েছে তা ‘প্রহসন’ এবং এই পরীক্ষা নিয়ে নিশ্চিতভাবেই মামলা হবে।
শুভেন্দু অধিকারী বলেন, “এই প্রশ্ন কোনো শিক্ষক শিক্ষিকার প্রশ্ন হতে পারে না। এদের আসল লক্ষ্য হল, সবাইকে পাস করিয়ে দেওয়া।” তিনি আরও দাবি করেন যে, প্রশ্নপত্রে যে ১৫ নম্বর রয়েছে, তা ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে চাকরিপ্রার্থীদের পাস করানো হবে। তার মতে, যারা টাকা দিয়েছে এবং যাদের টাকা ফেরত দিতে পারেনি তৃণমূল, তাদের চাকরি পাইয়ে দেওয়ার এটি একটি কৌশল।
শুভেন্দু অধিকারী আরও দাবি করেন যে, এবারের পরীক্ষার্থীদের ভিড়ে ১৫২ জন দাগি পরীক্ষার্থীও পরীক্ষা দিয়েছে। তিনি বলেন, যারা মামলা করবে, তাদের কাছে তিনি সমস্ত তথ্য পৌঁছে দেবেন।
শুভেন্দু অধিকারীর এই দাবির সঙ্গে গতকাল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও একমত হয়েছিলেন। তিনি বলেন, “আমাদের মতে, দুর্নীতিগ্রস্তদের যে তালিকা স্কুল সার্ভিস কমিশন দিয়েছে, তা অসম্পূর্ণ।” তিনি আরও বলেন যে, যদি এবারের চাকরিপ্রার্থীদের মধ্যে কোনো দুর্নীতিগ্রস্ত লুকিয়ে থাকে এবং পরীক্ষা দিয়ে থাকে, তাহলে তা বাতিল হবে এবং তার দায় স্কুল সার্ভিস কমিশনকেই নিতে হবে।
অনেক পরীক্ষার্থীও এই পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন এবং কোনো দুর্নীতি হবে না—এমন ভরসা তারা এখনও রাখতে পারছেন না। তাই তারা ইন্টারভিউ ও ডেমোনস্ট্রেশনের সময় পুরো প্রক্রিয়াটি ভিডিয়োগ্রাফি করার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে এসএসসি এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি।