‘চিকিৎসকদের মধ্যে বাড়াতে হবে দলের প্রভাব’,-ডাক্তারদের ধর্না মঞ্চে বার্তা মানস ভুঁইয়ার,

বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের ওপর হামলা এবং বাংলাদেশি সন্দেহে আটকের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ধারাবাহিক আন্দোলন চলছে। সেই আন্দোলনের অংশ হিসেবে রবিবার ডোরিনা ক্রসিংয়ে তৃণমূলের চিকিৎসক সংগঠন ‘প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন’ এক বিশাল জমায়েতের আয়োজন করে। এটি ছিল এই প্রতিবাদ মঞ্চের দ্বিতীয় বড় কর্মসূচি, যা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে পরিচালিত হয়।

এই ধর্না মঞ্চে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া মেডিকেল কলেজগুলোতে তৃণমূলপন্থী ছাত্রদের প্রভাব বাড়ানোর আহ্বান জানান। তিনি তার ছাত্রজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, কীভাবে তারা বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং ডিএসও-কে মোকাবিলা করে জুনিয়র ডাক্তারদের সংগঠন তৈরি করেছিলেন। মানস বলেন, “যুক্তফ্রন্ট সরকারের সময় আমরা ভোটে জিতে পাঁচটি মেডিকেল কলেজ দখল করেছিলাম। তোমরাও পারবে।” তাঁর এই মন্তব্যকে তৃণমূলের নেতারা ছাত্রছাত্রীদের মধ্যে দলের প্রভাব বাড়ানোর বার্তা হিসেবেই দেখছেন।

ধর্না কর্মসূচিতে উপস্থিত মন্ত্রী শশী পাঁজা বলেন, “এই প্রতিবাদে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্টসহ প্রচুর স্বাস্থ্যকর্মী যোগ দিয়েছেন। তাঁরা স্বাস্থ্য পরিষেবা বজায় রেখেই বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছেন।”

শশী পাঁজার নেতৃত্বে গঠিত এই সংগঠনটি গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন জেলায় নিজেদের শাখা গড়ে তুলেছে। দূর-দূরান্ত থেকে বহু স্বাস্থ্যকর্মী ট্রেনে করে এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন। এই ধারাবাহিক আন্দোলন আগামী দিনে আরও তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।