রঘু ডাকাত ছবির ট্রেলার দেখতে টিকিট কাটতে হবে ভক্তদের! কেন এমন সিদ্ধান্ত নিলেন দেব?

ফিল্ম ইন্ডাস্ট্রিতে বরাবরই নতুন কিছু করার চেষ্টা করেন অভিনেতা দেব। এবার তার আসন্ন ছবি ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চে তিনি এক অভিনব উদ্যোগ নিয়েছেন। এই ছবির ট্রেলার মুক্তি পেতে চলেছে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এবং এটি দেখতে ভক্তদের টিকিট কাটতে হবে। তবে এই টিকিট বিক্রির উদ্দেশ্য শুধু প্রচার নয়, এর পেছনে রয়েছে এক মহৎ কারণ।

কেন টিকিট বিক্রি?
ট্রেলার লঞ্চে টিকিট বিক্রির এই সিদ্ধান্ত নিয়ে দেব বলেন, “রঘু ডাকাত ছবির ট্রেলার দেখতে আমাদের ভক্তরা টিকিট কেটে এই মুহূর্তের সাক্ষী থাকতে পারবে।” টিকিট থেকে যে টাকা উঠবে, তার সঙ্গে তারা কিছু অর্থ যোগ করে সেই পুরো টাকা টেকনিশিয়ান ওয়েলফেয়ার ট্রাস্টকে দান করবেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সিনেমার নেপথ্যে থাকা টেকনিশিয়ানদের পাশে দাঁড়ানো। তাদের সন্তানদের পড়াশোনার খরচ, অবসরের পর আর্থিক সহায়তা বা হঠাৎ অসুস্থতায় চিকিৎসার জন্য এই টাকা ব্যবহার করা হবে।

ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে দেব ছাড়াও রয়েছেন একঝাঁক তারকা। ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার এবং ওম। আগামী ২০ সেপ্টেম্বর এই মাল্টি-স্টারার ছবির ট্রেলার লঞ্চে আর কী কী চমক থাকে, সেদিকেই এখন সবার নজর।