অনৈতিকভাবে ভর্তি ফি বৃদ্ধি! গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিক্ষোভে ধুন্ধুমার, অসুস্থ একাধিক পড়ুয়া

ভর্তির ফি অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে সোমবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছেন। তাদের অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে ফি। এই শান্তিপূর্ণ বিক্ষোভে বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে, যার জেরে একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে।

ছাত্রছাত্রীদের অভিযোগ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কলা বিভাগে ভর্তির ফি ছিল ২৩০০ টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৪৮২০ টাকা। একই ভাবে, বিজ্ঞান বিভাগে ৩৭২০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৮২০ টাকা। দু’মাস আগে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস ফি না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও, হঠাৎ দু’দিন আগে নতুন ফি-এর নোটিস জারি করা হয়। এরই প্রতিবাদে ছাত্রছাত্রীরা সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ চলাকালীন বহিরাগতরা এসে হামলা চালায় বলে অভিযোগ। একজন ছাত্রী বলেন, “তৃণমূলের দালালরা এসে আমাদের ওপর মারধর করে অবরোধ তুলে দিল। ওরা গৌড়বঙ্গের কেউ নয়, বহিরাগত।” তারা বলেন, ফি-এর এই বৃদ্ধি প্রায় ১১০ শতাংশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সঠিকভাবে পড়াশোনাও করায় না। আরেকজন ছাত্রী জানান, তারা রেজিস্ট্রারের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তিনি না এসে বাইরে থেকে লোক এসে তাদের ধাক্কাধাক্কি করে সরিয়ে দিয়েছে।

যদিও যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে, তাদের কয়েকজন বলেন, তারা কলেজের গেট বন্ধ দেখে ক্ষুব্ধ হন এবং তাদের সঙ্গে ছাত্রছাত্রীদের ধস্তাধস্তি হয়। জানা গেছে, নয় বছর পর ফি বাড়ানো হয়েছে এবং এই সিদ্ধান্ত উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বৈঠকে নেওয়া হয়েছে।