পশ্চিমবঙ্গে প্রচুর কনস্টেবল নিয়োগ, সিভিক ভলান্টিয়ারদের রয়েছে বিশেষ ‘কোটা’,

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার কর্মসংস্থানের ক্ষেত্রে এক বড় চমক দিতে চলেছে। এবার পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনা হচ্ছে, যেখানে সিভিক ভলান্টিয়ার এবং অন্যান্য সহযোগী পুলিশকর্মীদের জন্য বিশেষ কোটা চালু করা হয়েছে।

সূত্র থেকে জানা গেছে, পুজোর মরসুম শেষ হলেই এই নতুন নিয়ম অনুযায়ী পুলিশে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। বহু বছরের দাবি মেনে রাজ্য সরকার সহযোগী পুলিশকর্মীদের জন্য ১৫ শতাংশ কোটা নির্দিষ্ট করেছে, যা তাদের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করবে।

নতুন নিয়মের খুঁটিনাটি:

বয়সসীমা বৃদ্ধি: সিভিক এবং ভিলেজ পুলিশদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে যারা এতদিন অস্থায়ী পদে কাজ করছিলেন, তারাও এবার স্থায়ী চাকরির সুযোগ পাবেন।

বিশেষ কোটা: কনস্টেবল নিয়োগে মোট শূন্যপদের ১৫ শতাংশ সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও অন্যান্য সহযোগী কর্মীদের জন্য সংরক্ষিত থাকবে।

অনলাইন প্রশিক্ষণ: ওয়েলফেয়ার কমিটির প্রস্তাব অনুযায়ী, সহযোগী কর্মীদের জন্য ইতিমধ্যেই অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা নিজেদের কাজের ফাঁকেই পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির দীর্ঘদিনের প্রচেষ্টা। কমিটির এক কর্মকর্তা জানান, “সহযোগী কর্মীরা নিষ্ঠার সঙ্গে নানা দায়িত্ব পালন করেছেন। এবার তাদের জন্য স্থায়ী চাকরির দরজা খুলছে। আমরা চাই, যত বেশি সম্ভব কর্মী এই সুযোগ কাজে লাগান।”

রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্ত একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, তেমনই আসন্ন নির্বাচনের আগে শাসক দলের জন্য একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। নভেম্বরের মধ্যেই এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, যেখানে প্রায় ৫ হাজার সহযোগী কর্মী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।