OMG! ৮০ হাজার টাকা লুট করতে এসে ২ লক্ষ টাকা দামের বাইক ফেলে পালাল দুষ্কৃতী!

ডাকাতি করতে এসে উল্টো লোকসান করে বসল দুষ্কৃতীরা! মধ্যপ্রদেশের ভোপালে এক ব্যবসায়ীর কাছ থেকে ৮০ হাজার টাকা লুট করতে এসে, ২ লক্ষ টাকা দামের একটি মোটরসাইকেল ফেলে পালিয়েছে তিন দুষ্কৃতী। ঘটনাটি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে ভোপালের অযোধ্যা নগর এলাকায়। ব্যবসায়ী নীরজ রাত ১১টা নাগাদ নিজের স্কুটারে করে বাড়ি ফিরছিলেন। তার কাছে ছিল নগদ ৮০ হাজার টাকা। তিন দুষ্কৃতী তাকে বেশ কিছুক্ষণ ধরে অনুসরণ করছিল। একটি ফাঁকা জায়গায় এসে তারা নীরজের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দুষ্কৃতীদের টানে নীরজ স্কুটারসহ রাস্তায় পড়ে যান এবং তার হাতের টাকার ব্যাগটি ছিটকে পড়ে যায়। একজন দুষ্কৃতী দ্রুত ব্যাগটি তুলে নেয়।
এরপর তারা তিনজন মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করে, কিন্তু মোটরসাইকেলটি কোনো কারণে চালু হচ্ছিল না। এই সুযোগে নীরজের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। লোকজনকে আসতে দেখে দুষ্কৃতীরা টাকার ব্যাগ নিয়েই মোটরসাইকেলটি ফেলে রেখে চম্পট দেয়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মোটরসাইকেলটির আনুমানিক মূল্য অন্তত ২ লক্ষ টাকা। বাইকের রেজিস্ট্রেশন নম্বর খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে পুলিশ এটাও খতিয়ে দেখছে যে, বাইকটি চুরি করা ছিল কি না।