চলন্ত টোটোয় বধূর শ্লীলতাহানি! তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভে উত্তাল গোঘাট, পুলিশের কাছে কড়া অভিযোগ

চলন্ত টোটোয় এক বধূর শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে গোঘাটের মান্দারণ গ্রাম। ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা কাজি আবদুল মনিরের গ্রেপ্তারের দাবিতে গ্রামের মানুষ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় গোঘাট-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সামিনা বেগমের স্বামী কাজি আবদুল মনির মদ্যপ অবস্থায় এক বধূর সঙ্গে টোটোয় ওঠেন। অভিযোগ, চলন্ত টোটোতে তিনি ওই বধূর শ্লীলতাহানি করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। কোনোমতে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে ওই বধূ বাড়িতে তার পরিবারকে ঘটনাটি জানান। খবরটি গ্রামে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।
রাতেই গ্রামের একাংশ আবদুল মনিরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। নির্যাতিতার ছেলে বলেন, “মা বাড়ি ফিরছিলেন। সেই সময় ওই তৃণমূল নেতা মার শ্লীলতাহানি করে। ওকে গ্রেপ্তার করা হোক।”
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতৃত্ব তৃণমূলকে আক্রমণ করে বলেছে, “এটাই তৃণমূল। এটাই ওদের সংস্কৃতি। রাজ্যে মহিলা সুরক্ষিত নন।”
তবে অভিযুক্তের স্ত্রী সামিনা বেগম অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, সিপিএম এবং বিজেপি ষড়যন্ত্র করে তার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছে। অন্যদিকে গোঘাট-২ ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগার জানিয়েছেন, পুলিশ তদন্তে যদি দোষী প্রমাণিত হয়, তাহলে কোনোভাবেই তাকে রেহাই দেওয়া হবে না।