ঘোড়ায় চেপে প্রসেনজিৎ-শ্রাবন্তী! অভিনব কায়দায় ‘দেবী চৌধুরানী’-র প্রচার, শ্যামবাজারে উপচে পড়া ভিড়

পুজোর মুখে দর্শককে নতুন ছবির উপহার দিতে প্রস্তুত পরিচালক শুভ্রজিৎ মিত্র। তার নতুন ছবি ‘দেবী চৌধুরানী’ আসছে ২৬ সেপ্টেম্বর। রবিবার এই ছবির পোস্টার উন্মোচন হয়েছে। এরই পাশাপাশি, পুজোর আবহে এক অভিনব প্রচারের কৌশল নিলেন ছবির কুশীলবেরা।

রবিবার শ্যামবাজারের ব্যস্ত রাস্তায় ঘোড়ায় চেপে হাজির হলেন ছবির প্রধান দুই তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাদের সঙ্গে ছিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দ এবং বিক্রম ঘোষ। লাল রঙের পোশাকে সেজে ওঠা এই তারকাদের দেখতে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিনোদিনী থিয়েটার পর্যন্ত সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মানুষের এহেন উন্মাদনা দেখে খুশি পরিচালক ইটিভি ভারতকে জানিয়েছেন।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘দেবী চৌধুরাণী’-র ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবিটি। তবে এটি পরিচালকের দীর্ঘ গবেষণার ফসল। ছবিতে দেখানো হবে কীভাবে ভবানী পাঠক সাধারণ মেয়ে প্রফুল্লকে দেবী চৌধুরানীতে রূপান্তরিত করেছিলেন। ছবির গবেষণা, সংলাপ এবং প্রোডাকশন ডিজাইনও শুভ্রজিতেরই করা। এই ছবিতে ভরপুর অ্যাকশন রয়েছে, যার দায়িত্বে ছিলেন মুম্বাইয়ের অ্যাকশন ডিরেক্টর পিকে সাঁই। ছবিটি হিন্দি করার প্রস্তাব পেলেও পরিচালক এটিকে বাংলাতেই তৈরি করতে চেয়েছিলেন। ছবির শুটিং হয়েছে উত্তর কলকাতা, ঝাড়খণ্ড, বিহার এবং পুরুলিয়ার বিভিন্ন জায়গায়।