আমি কার কেরিয়ার খেয়েছি? অকপট সালমান! অরিজিৎ সিং-বিবেক ওবেরয়ের অভিযোগ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভাইজানের

বলিউডে বহু তারকার কেরিয়ার ধ্বংস করার অভিযোগ নিয়ে এবার সরাসরি মুখ খুললেন সুপারস্টার সালমান খান। সম্প্রতি বিগ বসের মঞ্চে তিনি এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং স্পষ্ট জানিয়েছেন, যদি কারও কেরিয়ার নষ্ট করার ক্ষমতা তার থাকে, তাহলে সেটি একমাত্র তারই নিজের।

বিগ বস-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শেহনাজ গিল। তিনি তার ভাই শেহবাজ বাদেশাকে বিগ বসের ঘরে প্রবেশ করানোর জন্য অনুরোধ করেন এবং বলেন, “স্যার, আপনি এতজনের কেরিয়ার গড়ে দিয়েছেন…”। এর উত্তরে সালমান বিনয়ের সঙ্গে বলেন, “আমি কখনও কারও কেরিয়ার তৈরি করিনি। কেরিয়ার একমাত্র সর্বশক্তিমানই তৈরি করতে পারেন।”

এর পরেই তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে কথা বলেন। সালমান বলেন, “লোকে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছে, যে আমি অনেকের কেরিয়ার নষ্ট করেছি। কিন্তু সত্যি বলতে, সেটা আমার হাতে নেই। আজকাল এটি একটি প্রবণতা হয়ে উঠেছে যে আমি নাকি কেরিয়ার খাই। বলুন তো, আমি কার কেরিয়ার খেয়েছি? এবং যদি আমি কখনও সেটা করি, তা হবে আমার নিজের কেরিয়ার।”

দীর্ঘদিন ধরেই বলিউডে এমন একটি ধারণা প্রচলিত আছে যে সালমানের সঙ্গে ঝামেলা হলে সেই তারকারা ইন্ডাস্ট্রিতে কাজ পেতে সমস্যায় পড়েন। এর আগে গায়ক অরিজিৎ সিং এবং অভিনেতা বিবেক ওবেরয়ও সালমানের বিরুদ্ধে তাদের কেরিয়ার ধ্বংস করার অভিযোগ করেছিলেন। সম্প্রতি ‘দাবাং’ ছবির পরিচালক অভিনব কাশ্যপ এক সাক্ষাৎকারে বলেছিলেন, সালমান খান প্রতিহিংসাপরায়ণ মানুষ এবং বলিউডের পুরো প্রক্রিয়াটা তিনি নিয়ন্ত্রণ করেন। এই মন্তব্যের পরই সালমানের এই অকপট স্বীকারোক্তি আরও বেশি তাৎপর্যপূর্ণ।

বর্তমানে শেহবাজ বাদেশা বিগ বস-এর প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঘরে প্রবেশ করেছেন। অন্যদিকে, সালমান খানকে আগামীতে ‘ব্যাটল অব গালওয়ান’ এবং ‘কিক ২’ ছবিতে দেখা যাবে।