“ইজরায়েলকে বয়কট করুন”-মুসলিম দেশগুলিকে একজোট হওয়ার ডাক খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনেই এবার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে এক কঠোর পদক্ষেপের ডাক দিলেন। তিনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সব ধরনের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার জন্য। তাঁর মতে, ইসরায়েলের “ধ্বংসাত্মক অপরাধের” বিরুদ্ধে লড়াই করার জন্য এই পদক্ষেপ অপরিহার্য।
রবিবার রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে খামেনেই বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সামান্যতম সহযোগিতা করাও উচিত নয়। তিনি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়ে কড়া অবস্থান নেওয়ার আর্জি জানান। তাঁর বক্তব্য, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করেই ফিলিস্তিন ইস্যুর সমাধান করা সম্ভব।
কেন এই বার্তা?
খামেনেই সতর্ক করে বলেন, ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে নীরবতা বা নিষ্ক্রিয় থাকা আসলে তাদের অপরাধে পরোক্ষভাবে সমর্থন জোগানো। তিনি ইসরায়েলকে “বিশ্বের সবচেয়ে ঘৃণ্য শাসনব্যবস্থা” আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, জায়নিস্টরা একের পর এক নৃশংস অপরাধ করে যাচ্ছে এবং তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের সমর্থন থাকা সত্ত্বেও এই অপরাধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
খামেনেই জোর দিয়ে বলেন, ইরানের কূটনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত আন্তর্জাতিক মহলকে বোঝানো যে, ইসরায়েলের মতো একটি “অপরাধী রাষ্ট্রের” সঙ্গে সম্পর্ক রাখা কোনোভাবেই সম্ভব নয়। তাঁর মতে, ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর একমাত্র উপায় হলো মুসলিম দেশগুলোর যৌথ উদ্যোগ।