রাতের আকাশে ‘রক্তচন্দ্র’! জ্যোতিষীরা কী বললেন? এই দৃশ্য আবার কবে দেখা যাবে?

রবিবার রাতে এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল কলকাতা-সহ গোটা ভারত। রাত ৯টা বাজতেই ধীরে ধীরে পৃথিবীর ছায়ায় ঢেকে যেতে শুরু করে চাঁদ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ফলে এক সময় চাঁদ ধারণ করে রক্তবর্ণ। এই বিরল ‘রক্তচন্দ্র’ দেখতে শহরের বিভিন্ন প্রান্তে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। বাড়ির ছাদ, মাঠ এবং খোলা জায়গা থেকে খালি চোখেই এই দৃশ্য দেখা গেছে।
রাত ৮টা ৫৮ মিনিটে শুরু হওয়া এই চন্দ্রগ্রহণ চলে প্রায় রাত ২টা ২৫ মিনিট পর্যন্ত। কলকাতার পাশাপাশি ভারতের প্রায় সব শহর এবং এশিয়া, অস্ট্রেলিয়া ও আফ্রিকার বিভিন্ন প্রান্ত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে। এম.পি. বিড়লা প্ল্যানেটোরিয়ামের প্রাক্তন পরিচালক, বিখ্যাত মহাকাশবিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি জানান, রাত ১১টা নাগাদ চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ার নিচে চলে আসে, যাকে বলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। প্রায় ৮২ মিনিট ধরে এই অবস্থা চলে, যার ফলে চাঁদকে রক্তাভ দেখায়।
এই বিরল দৃশ্য দেখতে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে, যেখানে বহু স্কুলছাত্র ও সাধারণ মানুষ টেলিস্কোপ ও দূরবীনের মাধ্যমে ‘রক্তাক্ত’ চাঁদ দেখার সুযোগ পায়। দেবীপ্রসাদ দুয়ারি আরও জানান, চন্দ্রগ্রহণ হল এমন একটি ঘটনা যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে। তখন সূর্যের আলো চাঁদে পৌঁছাতে পারে না, বরং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে।
পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য ভারতীয়দের অপেক্ষা করতে হবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।