বিশ্ব কি আরেকটা যুদ্ধের দোরগোড়ায়? ভেনেজুয়েলায় হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় যুদ্ধবিমান!

বিশ্বজুড়ে যখন একের পর এক যুদ্ধ থামানোর কৃতিত্ব নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখন তিনিই আবার নতুন করে যুদ্ধের দামামা বাজিয়েছেন। এবার তার সম্ভাব্য হামলার লক্ষ্য ভেনেজুয়েলা। ড্রাগ মাফিয়াদের দমনে ভেনেজুয়েলায় সামরিক হামলার কথা তিনি যে বিবেচনা করছেন, সে জল্পনা তিনি নিজেই খারিজ করেননি।

সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, পেন্টাগন ভেনেজুয়েলার ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সামরিক হামলার পরিকল্পনা করছে। পুয়েতো রিকো-র মার্কিন সেনা ঘাঁটিতে ইতোমধ্যেই অন্তত ১০টি ‘এফ-৩৫’ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, যা ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় আছে। ওয়াশিংটন ভেনেজুয়েলার ড্রাগ মাফিয়াদের ‘নারকো-টেররিস্ট’ আখ্যা দিয়েছে।

মার্কিন চাপের মুখেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাথা নত করতে রাজি নন। চীন ও রাশিয়ার সমর্থন পেয়ে তিনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি আমেরিকা তাদের দেশে হামলা চালানোর দুঃসাহস করে, তবে ভেনেজুয়েলাও পাল্টা জবাব দেবে। মাদুরো বলেন, প্রয়োজনে তার দেশ পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত।

কয়েকদিন আগে মার্কিন ড্রোন হামলায় ১১ জন ড্রাগ পাচারকারী মারা গেছেন বলে ট্রাম্প দাবি করলেও, মাদুরো সেই মৃতদের সাধারণ মানুষ বলে দাবি করেন। কূটনীতিকদের মতে, ট্রাম্প আসলে মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে চান। ক্যারাবিয়ান দ্বীপে ইতোমধ্যে মার্কিন রণতরী ও সেনা মহড়া চলছে, যা সেই জল্পনাকে আরও জোরালো করেছে।

এখন দেখার বিষয়, শান্তির নোবেলজয়ী ট্রাম্প শেষ পর্যন্ত সত্যিই যুদ্ধের নির্দেশ দেন কি না।