ভারতের উপরে ট্রাম্পের চোখরাঙানি! রাশিয়া থেকে তেল কিনলে আরও শুল্ক বসানোর হুমকি, বাড়বে কি চাপ?

রাশিয়াকে আরও বেশি চাপে ফেলতে এবার ভারতের মতো দেশগুলোর ওপর আরও বেশি শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই কৌশলকে রাজনৈতিক মহলে “নোবেল পাওয়ার জন্য চাপ” হিসেবে দেখা হচ্ছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সাম্প্রতিক মন্তব্য থেকে এই জল্পনা আরও বেড়েছে।

কী বলছে আমেরিকা?
রবিবার এনবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, যে দেশগুলো রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনে, তাদের ওপর যদি আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন একসঙ্গে আরও বেশি শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে রাশিয়ার অর্থনীতি দ্রুত ভেঙে পড়বে। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লায়েনের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

ভারতের উপর চাপ
এর আগে, ‘পারস্পরিক শুল্ক’ (reciprocal tariff) নীতির অধীনে ভারত সহ অন্যান্য দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক বসিয়েছিল আমেরিকা। ভারত তাতে কোনো আপত্তি জানায়নি। কিন্তু এরপরই রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়, যা নিয়ে ভারত তীব্র আপত্তি জানায়। এখন আবার নতুন করে শুল্ক আরোপের হুমকি আসায় নয়াদিল্লির ওপর চাপ বেড়েছে।

স্কট বেসেন্ট বলেন, এই মুহূর্তে ইউক্রেনের সামরিক প্রতিরোধ বনাম রাশিয়ার অর্থনীতির টিকে থাকার একটি প্রতিযোগিতা চলছে। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন এক হলে, রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আনা সম্ভব। এর ফলে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণ ভেঙে যাবে এবং প্রেসিডেন্ট পুতিন আলোচনার টেবিলে বসতে বাধ্য হবেন।