বদলে গেল উচ্চমাধ্যমিক! আজ থেকে শুরু প্রথম পরীক্ষা, ওএমআর শিট এবং সিসিটিভির কড়া নিরাপত্তায় পরীক্ষার্থীরা!

রাজ্যে এই প্রথমবার সেপ্টেম্বর মাসে শুরু হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা, যা নতুন সেমিস্টার পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। মাধ্যমিকের পর একাদশ এবং দ্বাদশ শ্রেণিতেও সিমেস্টার সিস্টেম চালু হওয়ায় এটি পড়ুয়াদের জন্য এক নতুন অভিজ্ঞতা।

সোমবার থেকে শুরু হওয়া এই প্রথম সিমেস্টার পরীক্ষায় প্রায় ৬ লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের বার্ষিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় এই সংখ্যা ছিল ৫ লক্ষ ৯ হাজার। অর্থাৎ, এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় দেড় লক্ষেরও বেশি।

কড়া নিরাপত্তা ও নতুন নিয়ম
পরীক্ষা কেন্দ্রে প্রবেশ থেকে শুরু করে প্রতিটি হলে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি রাখা হয়েছে। মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে:

প্রথমবারের মতো পরীক্ষা হচ্ছে ওএমআর শিটে।

প্রশ্নপত্র সম্পূর্ণ MCQ প্যাটার্নের।

মূল্যায়ন হবে মেশিনের মাধ্যমে।

পরীক্ষার্থীরা ফলাফল প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যে তাদের ওএমআর শিট দেখতে পারবেন।

জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ এবং দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমকে মোট চারটি সেমিস্টারে ভাগ করেছে। আজকের পরীক্ষাটি দ্বাদশ শ্রেণির প্রথম এবং একাদশ-দ্বাদশের মিলিতভাবে তৃতীয় সেমিস্টার। আগামী বছর হবে দ্বিতীয় সেমিস্টার। এই নতুন ব্যবস্থা পড়ুয়াদের জন্য একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে।