হঠাৎ নববধূর সাজে অমৃতা চট্টোপাধ্যায়! তবে কি বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী? আসল রহস্য ফাঁস!

সোশ্যাল মিডিয়ায় আচমকা নববধূর সাজে অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়কে দেখে নেটিজেনদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন, তাহলে কি গোপনে বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী? কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল আসল কারণ। এটি আসলে তার আসন্ন নতুন মিউজিক ভিডিওর দৃশ্য!

পুজো উপলক্ষে আসছে নতুন মিউজিক ভিডিও “আমি আসবো সানন্দে”। এই ভিডিওতেই নববধূ রূপে ধরা দিয়েছেন অমৃতা। তার বিপরীতে বরের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা অর্ক ভট্টাচার্যকে। এই মিউজিক ভিডিওতে এক নবদম্পতির ভালোবাসার গল্প ফুটিয়ে তোলা হয়েছে, যা পুজোর আনন্দকে আরও বাড়িয়ে দেবে।

অভিজ্ঞান মুখোপাধ্যায় পরিচালিত এই গানের কথা ও সুর দিয়েছেন সুমন চট্টোপাধ্যায়। গানটি গেয়েছেন কৌশ্তভ শর্মা। এই ভিডিওতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন আদিত্য পাল এবং পোশাকের দায়িত্বে ছিলেন শুভদীপ মিত্র। আসন্ন দুর্গাপূজাতেই এই মিউজিক ভিডিওটি মুক্তি পাবে বলে জানা গেছে।