ইসরায়েলের পর এবার হামাসকে কড়া বার্তা ট্রাম্পের! জিম্মি ইস্যুতে সরাসরি দিলেন ‘শেষ’ হুমকি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়ে সব জিম্মিকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, হামাসের হাতে বর্তমানে প্রায় ৪৭ জন জিম্মি রয়েছেন, যার মধ্যে অন্তত ২৫ জন মারা গেছেন। ট্রাম্প জীবিত বা মৃত, সব জিম্মির দেহাবশেষসহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য হামাসকে চাপ দিচ্ছেন।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, “সবাই জিম্মিদের ফেরত চায়। সবাই এই যুদ্ধের অবসান চায়! ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। হামাসেরও এখন সময় এসেছে মেনে নেওয়ার। আমি হামাসকে সতর্ক করে দিয়েছি যে মেনে না নেওয়ার পরিণতি কী হতে পারে। এটাই আমার শেষ সতর্কবার্তা, আর কখনও হবে না! এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ।”
এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে হামাসের সামনে আর কোনো বিকল্প নেই। জিম্মি ইস্যুতে কোনো সমঝোতা নয়, বরং পূর্ণ মুক্তির দাবি নিয়েই তিনি সামনে এসেছেন। তার এই কঠোর বার্তা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
US President Donald Trump posts “Everyone wants the Hostages HOME. Everyone wants this War to end! The Israelis have accepted my Terms. It is time for Hamas to accept as well. I have warned Hamas about the consequences of not accepting. This is my last warning, there will not be… pic.twitter.com/LgT3rU97Mk
— Press Trust of India (@PTI_News) September 8, 2025