“প্রশ্নপত্রে থাকছে বার কোড”-উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার আজ, কী কী নয়া নিয়ম?
September 8, 2025

কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান! সোমবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার এক নতুন অধ্যায়। এই প্রথমবার প্রথাগত পদ্ধতির বদলে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিচ্ছে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে আজ, সোমবার। চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য:
- পরীক্ষার ধরন: এই সেমিস্টারের পরীক্ষাটি হবে সম্পূর্ণ মাল্টিপল চয়েস (MCQ) পদ্ধতিতে। পরীক্ষার্থীদের উত্তর দিতে হবে ওএমআর শিটে।
- সময়সূচী: পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং চলবে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। পরীক্ষার্থীরা সকাল ৯টা থেকেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে।
- মোট পরীক্ষার্থী: এই প্রথম সেমিস্টারে মোট ৬ লক্ষ ৫৯ হাজার ৮১৪ জন পরীক্ষার্থী বসছে, যার মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রের থেকে প্রায় ৭৯ হাজার ৫৮২ জন বেশি।
- পরীক্ষাকেন্দ্র: রাজ্যের মোট ২১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে ১২২টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পরীক্ষার নির্দেশিকা:
পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ:
- ওএমআর শিট পূরণ: ওএমআর শিট পূরণ করতে হবে নীল বা কালো বল পয়েন্ট পেন দিয়ে। ইতিমধ্যেই স্কুলগুলিতে পরীক্ষার্থীদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
- নিষিদ্ধ সামগ্রী: মোবাইল ফোন, ক্যালকুলেটর বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এই নিয়ম ভাঙলে তার পরীক্ষা বাতিল করা হবে।
- প্রবেশাধিকার: অ্যাডমিট কার্ড, স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ পেনসিল বক্স এবং স্বচ্ছ ক্লিপ বোর্ড সঙ্গে রাখা যাবে।
- নিরাপত্তা ব্যবস্থা: প্রশ্নপত্র ফাঁস রুখতে প্রতিটি প্রশ্নপত্রে বিশেষ বার কোড থাকবে। যদি কেউ প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টা করে, তাহলে সেই কোডের মাধ্যমে তা শনাক্ত করা যাবে এবং অপরাধী ধরা পড়বে।
- বিশেষ নিয়ম: ১ ঘণ্টা ১৫ মিনিটের এই পরীক্ষার মধ্যে শৌচাগারে যাওয়ার অনুমতি নেই। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী হল থেকে বের হতে পারবে না।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। দুই সেমিস্টারের নম্বর যোগ করে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এই নতুন পদ্ধতি কতটা সফল হয়, সেটাই এখন দেখার।