সপ্তাহের প্রথম দিনেই মেট্রো বিভ্রাট, চূড়ান্ত দুর্ভোগে অফিসযাত্রী থেকে পরীক্ষার্থীরা!

সপ্তাহের প্রথম কর্মদিবসে চরম ভোগান্তির শিকার হলেন কলকাতা মেট্রোর যাত্রীরা। সোমবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রো পরিষেবা। এই ঘটনায় শুধু অফিসযাত্রীরাই নন, দুর্ভোগের শিকার হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরাও।
সূত্রের খবর অনুযায়ী, সকাল ৮টা ২০ মিনিট নাগাদ কবি নজরুল মেট্রো স্টেশনের ডাউন লাইনে একটি মেট্রো রেক হঠাৎ আটকে যায়। মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট কারণ না জানানো হলেও, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই এর জন্য দায়ী করা হচ্ছে। এই ঘটনার জেরে শহীদ ক্ষুদিরামের দিকে যাওয়া ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
আটকে থাকা রেক থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং দক্ষিণেশ্বর থেকে আসা ট্রেনগুলির শেষ স্টেশন করে দেওয়া হয় মহানায়ক উত্তমকুমার স্টেশন। ফলে মাঝপথেই বহু যাত্রীকে নেমে গন্তব্যে পৌঁছনোর জন্য অন্য পথ খুঁজতে হয়। প্রতিদিনকার এই বিভ্রাটের কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। পুরোনো ব্লু লাইনে বারবার এমন ঘটনা ঘটায় পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে।
মেট্রো কর্তৃপক্ষ দ্রুত মেরামতির কাজ শুরু করে। অবশেষে প্রায় এক ঘণ্টা পর পরিষেবা আবার স্বাভাবিক হয়। সকাল ৯টা ২৫ মিনিটে ডাউন লাইনে এবং ৯টা ৫২ মিনিটে আপ লাইনে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। তবে সপ্তাহের প্রথম দিনেই এমন বিভ্রাটের কারণে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হন।