বাংলাদেশেই এবার ইলিশের হাহাকার, পদ্মার ইলিশ পুজোয় কি পাচ্ছে বাংলার মানুষ?

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো! আর পুজোর আগে পাতে যদি না থাকে পদ্মার ইলিশ, তাহলে তো রসনা তৃপ্তি হয় না। কিন্তু গত কয়েক বছর ধরে পুজোর ঠিক আগেই বাংলাদেশের সুস্বাদু রুপোলি ইলিশের দেখা মিললেও, এবার তা উধাও। এর মূল কারণ, ভরা ইলিশের মরশুমেও বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ মিলছে না। দূষণ, নদীর নাব্যতা হ্রাস ও জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশ আহরণ এবার ৩৮ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত কমেছে। ফলে বাংলাদেশে ইলিশের দাম আকাশছোঁয়া, প্রতি কেজি বিক্রি হচ্ছে ২,৫০০ থেকে ২,৮০০ টাকায়।
এমন পরিস্থিতিতে পুজোয় ইলিশের আক্ষেপ মেটাতে পশ্চিমবঙ্গের বাজারে এখন ভরসা গুজরাতের ইলিশ। প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ মেট্রিক টন ইলিশ ভর্তি বিশেষ ট্রাক ঢুকছে হাওড়ার পাইকারি মাছ বাজারে। যদিও এই ইলিশের স্বাদ পদ্মার ইলিশের মতো নয়, তবুও বাঙালিরা রসনা তৃপ্তির জন্য এর ওপরই নির্ভরশীল।
অবশেষে সুখবর! বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, দুর্গাপুজোর আগেই ভারতে আসছে ৩ হাজার মেট্রিক টন পদ্মার ইলিশ। কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইলিশ পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহ থেকে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে এই ইলিশ ঢুকবে কলকাতায়।
পশ্চিমবঙ্গের ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঁচ হাজার টন ইলিশের জন্য আবেদন জানানো হয়েছিল, কিন্তু আপাতত তিন হাজার টন ইলিশ মঞ্জুর করা হয়েছে। যদিও গুজরাত থেকে রেকর্ড পরিমাণে ইলিশ আমদানি হওয়ায় ব্যবসায়ীদের মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তবে যাই হোক, শেষমেশ পুজোয় বাঙালি পাতে পদ্মার ইলিশের আগমন ঘটায় খুশি আপামর বাঙালি। এখন শুধু অপেক্ষা, কবে সেই রুপোলি শস্য বাজারে আসে এবং কী দামে বিক্রি হয়, সেটাই দেখার।