এসএসসি পরীক্ষা নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া সমালোচনা, বললেন ‘প্রহসনের পরীক্ষা’

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত স্কুল সার্ভিস কমিশনের (SSC) শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হলেও, এই পরীক্ষা নিয়ে বিতর্ক থামছে না। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই পরীক্ষাকে ‘প্রহসনের পরীক্ষা’ এবং ‘ত্রুটিযুক্ত’ বলে তীব্র সমালোচনা করেছেন। রবিবার তমলুকে একটি পদযাত্রা শেষে তিনি এই মন্তব্য করেন।
শুভেন্দু অধিকারী বলেন, “বহু পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পেয়েও পরীক্ষা দেয়নি। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাকরির আশাই করে না।” তিনি আরও অভিযোগ করেন যে, পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করে তৃণমূল অনেক টাকা তুলেছে। তার মতে, পরীক্ষার গেটে তৃণমূল কর্মীরা বাউন্সার বসিয়েছিল এবং তারাই পরীক্ষার্থীদের কাগজ পরীক্ষা করে ঢুকতে দিচ্ছিল।
‘রোহিঙ্গা মুক্ত বাংলার’ দাবিতে পদযাত্রা
এই সমালোচনার পাশাপাশি শুভেন্দু অধিকারী ‘রোহিঙ্গা মুক্ত বাংলার’ দাবিতে একটি পদযাত্রার নেতৃত্ব দেন। সরকারের ‘অপশাসন ও দুর্নীতির’ প্রতিবাদে প্রায় ৪ হাজার বিজেপি কর্মী ও সমর্থক ডিমারী স্কুল মাঠ থেকে কাঁকটিয়া বাজার পর্যন্ত ৪ কিলোমিটার হেঁটে এই পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নেন।
অন্যদিকে, এসএসসি কর্তৃপক্ষ জানিয়েছে যে, প্রথম দিনের পরীক্ষা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয়েছে এবং কোনও সমস্যা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের বাতিল হওয়া প্যানেলের চিহ্নিত অযোগ্য পরীক্ষার্থীদের এবার পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। পরীক্ষাটি রাজ্য জুড়ে ৬৩৬টি কেন্দ্রে ৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী দিয়েছে।