নন্দীগ্রাম সমবায় ভোটে বিজেপি’র জয়জয়কার, কংগ্রেসের সঙ্গে জোট করেও তৃণমূলকে হারাল বিজেপি

নন্দীগ্রামের সমবায় সমিতির নির্বাচনে আবারও নিজেদের শক্তি প্রমাণ করল বিজেপি। রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে বিজেপি ৩৫টি আসনে জয়লাভ করেছে। তৃণমূল কংগ্রেস, কংগ্রেসের সঙ্গে জোট করেও বিজেপিকে হারাতে ব্যর্থ হয়েছে।

সমবায় সমিতির মোট ৪২টি আসনে ভোটগ্রহণ হয়, এবং সবকটি আসনেই বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করে। এই ফলাফল নন্দীগ্রামে বিজেপির রাজনৈতিক প্রভাবকে আরও একবার প্রতিষ্ঠিত করল।