সোমবার থেকে শুরু হচ্ছে প্রথম পর্বের পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুবিধা

পশ্চিমবঙ্গে এই প্রথম সেমেস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আগামীকাল, সোমবার থেকে শুরু হবে প্রথম পর্ব বা তৃতীয় সেমেস্টারের পরীক্ষা, যা পুরোটাই এমসিকিউ (মাল্টিপল চয়েস কোয়েশ্চেন) ভিত্তিক হবে। পরীক্ষা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। পরের পর্বের পরীক্ষা আগামী বছর ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার নিয়মাবলী ও সতর্কতা

পরীক্ষার্থীরা কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট যেমন ক্যালকুলেটর, মোবাইল, স্মার্ট ওয়াচ বা হেডফোন সঙ্গে রাখতে পারবে না। কেউ যদি এমন কোনো সামগ্রী নিয়ে ধরা পড়েন, তবে তার সমস্ত পরীক্ষা বাতিল করে দেবে সংসদ। স্বচ্ছতার স্বার্থে পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে কেন্দ্রে প্রবেশ করানো হবে। তবে তারা স্বচ্ছ ফাইল, বোর্ড ও জলের বোতল সঙ্গে রাখতে পারবে।

OMR শিট ও স্বচ্ছতা

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই বছর থেকে পরীক্ষার্থীদের তাদের স্ক্যান করা OMR শিট এবং সরকারি উত্তরপত্র (Answer Key) অনলাইনে দেখার ও ডাউনলোড করার সুবিধা দিচ্ছে। এর ফলে ফলাফল ঘোষণার আগেই শিক্ষার্থীরা তাদের সম্ভাব্য নম্বর গণনা করতে পারবে।

পরীক্ষার সময় ও পরিসংখ্যান

সোমবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে এবং চলবে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। সকল পরীক্ষার্থীকে সকাল ৯টার মধ্যে কেন্দ্রে পৌঁছতে হবে। এই বছর মোট ৬ লক্ষ ৬০ হাজার শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ছাত্রের হার ৪৩.৯৭ শতাংশ এবং ছাত্রীর হার ৫৬.০৩ শতাংশ।

সংসদের তথ্য অনুযায়ী, গত বছর মাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১ লক্ষ ৫ হাজার জন এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নাম লেখাননি, যা প্রায় ১৩.৮ শতাংশ। মোট ২,১০৬টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে মালদায় সবচেয়ে বেশি, মোট ১২২টি স্পর্শকাতর কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।