ঋণ শোধের পরও ব্যাঙ্ক থেকে উধাও গয়না, গ্রেফতার অবসরপ্রাপ্ত ক্যাশিয়ার

ঋণ শোধ করার পরও ব্যাঙ্ক থেকে গয়না ফেরত পেলেন না এক গ্রাহক। উল্টে তার প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের গয়না ব্যাঙ্ক থেকে উধাও হয়ে গেছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভবানীপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তৎকালীন ক্যাশিয়ার অর্ণব বিশ্বাসকে গ্রেফতার করেছে।
প্রতারণার বিবরণ
২০১৭ সালের আগস্ট মাসে শিয়ালদহ এলাকার বাসিন্দা সিদ্দিকা খাতুন তার ছেলে-মেয়েকে ডাক্তারি পড়ানোর জন্য ভবানীপুরের এসবিআই ব্যাঙ্কে প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের ৫৭১.৭৫ গ্রাম সোনা ও হীরের গয়না বন্ধক রেখে ৯ লক্ষ ৪০ হাজার টাকা ঋণ নেন।
২০১৮ সালের জানুয়ারি মাসে তিনি পুরো ঋণ শোধ করে দেন, কিন্তু তখন গয়নাগুলো ব্যাঙ্কের লকারেই গচ্ছিত রাখেন। এরপর ২০২৪ সালে সিদ্দিকা তার গয়না ফেরত নিতে ব্যাঙ্কে গেলে জানতে পারেন যে, সেগুলো আগেই তুলে নেওয়া হয়েছে। ব্যাঙ্ক থেকে একটি নথি দেখানো হয়, যেখানে সিদ্দিকার সই করা ছিল।
পুলিশি তদন্ত
এই ঘটনার পর সিদ্দিকা খাতুন এবং তার স্বামী ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে এবং হাতের লেখা পরীক্ষা করায়। বিশেষজ্ঞের রিপোর্টে নিশ্চিত হয় যে, গ্রাহকের সই জাল করে গয়না লকার থেকে বের করা হয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অবসরপ্রাপ্ত ক্যাশিয়ার অর্ণব বিশ্বাসকে গ্রেফতার করে। তাকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই প্রতারণার সঙ্গে ব্যাঙ্কের আরও কিছু কর্মী জড়িত থাকতে পারেন।