“শৌচাগার থেকে বাইরে আসতেই…?”-পথকুকুরের আক্রমণে ফের রক্তাক্ত মহিলা

পথকুকুর নিয়ে বিতর্কের মধ্যেই কর্ণাটকের তুমাকুরু জেলার গুব্বি কোর্ট চত্বরে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। আদালত প্রাঙ্গণে একটি পথকুকুরের আক্রমণে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা কুকুরটিকে পিটিয়ে মেরেছে বলে জানা গেছে।
আদালত চত্বরে হামলা
পুলিশ জানিয়েছে, শনিবার এই ঘটনায় ৩৫ বছর বয়সী গাঙ্গুবাই নামের এক মহিলা আক্রান্ত হয়েছেন। তিনি পারিবারিক মামলার কাজে আদালতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শৌচাগার থেকে বেরোনোর সময় হঠাৎ একটি পথকুকুর তার ওপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরটি তাকে বারবার আক্রমণ করে এবং মুখে কামড়ে দেয়, এতে তিনি রক্তাক্ত হয়ে পড়েন।
এক ব্যক্তি কোনো রকমে কুকুরটিকে সরিয়ে তাকে রক্ষা করেন। এরপর ওই এলাকায় উপস্থিত ক্ষুব্ধ জনতা কুকুরটিকে তাড়া করে এবং পিটিয়ে মেরে ফেলে।
চিকিৎসা ও অন্যান্য ঘটনা
আহত গাঙ্গুবাইকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গুব্বি তালুক হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বেঙ্গালুরুতে স্থানান্তর করা হয়।
এদিকে, এই ঘটনার পাশাপাশি মাভিনা কোট এবং সাসভেহাল্লি গ্রামেও পথকুকুরের আক্রমণে চার শিশু এবং একজন বৃদ্ধ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই ঘটনাগুলো আবারও পথকুকুরের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে ধরল।