দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, মহার্ঘ্য ভাতা বাড়ছে ৫৮ শতাংশ,

দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি বড় ঘোষণা আসতে চলেছে। মনে করা হচ্ছে, সরকারের মহার্ঘ্য ভাতা (DA) আরও ৩ শতাংশ বাড়তে পারে, যা বর্তমান ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৮ শতাংশ হবে। এর ফলে, উৎসবের মরসুমে প্রায় ১.২ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন।
কবে থেকে কার্যকর হবে?
জুলাই ২০২৫ থেকে এই বর্ধিত মহার্ঘ্য ভাতার সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে, কর্মচারী ও পেনশনভোগীরা অক্টোবরের বেতন ও পেনশনের সঙ্গে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া টাকা একসঙ্গে হাতে পাবেন। ধারণা করা হচ্ছে, দশেরা বা দীপাবলির আগেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
কীভাবে নির্ধারিত হয় মহার্ঘ্য ভাতা?
কেন্দ্রীয় সরকার বছরে দু’বার, ১লা জানুয়ারি এবং ১লা জুলাই, মহার্ঘ্য ভাতা সংশোধন করে থাকে। এর উদ্দেশ্য হলো মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে কর্মীদের ক্রয়ক্ষমতা বজায় রাখা। শিল্প শ্রমিকদের জন্য উপভোক্তা মূল্য সূচক (CPI-IW)-এর ভিত্তিতে এই মহার্ঘ্য ভাতা হিসাব করা হয়। গত ১২ মাসের CPI-IW এর গড় বের করে সপ্তম বেতন কমিশনের সূত্র অনুযায়ী এটি বাড়ানো হয়।