OMR শিটের প্রতিলিপি পেলেন পরীক্ষার্থীরা, স্বচ্ছতা নিয়ে আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা

নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘ বিতর্কের পর অবশেষে রবিবার নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলো। এবার এক নতুন পদক্ষেপের কারণে পরীক্ষার্থীদের মধ্যে কিছুটা হলেও আস্থা ফিরে এসেছে। এবারের পরীক্ষায় পরীক্ষার্থীদের হাতে OMR শিটের প্রতিলিপি তুলে দেওয়া হয়েছে। এই উদ্যোগকে অনেকেই SSC-র ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
দীর্ঘদিন ধরে চলা নিয়োগ দুর্নীতি মামলায় আসল OMR শিট সংরক্ষণ না করার কারণে SSC-কে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সুপ্রিম কোর্টও এই বিষয়ে কমিশনের তীব্র সমালোচনা করেছিল। এবার এই ভুল থেকে শিক্ষা নিয়ে SSC কর্তৃপক্ষ প্রত্যেক পরীক্ষার্থীকে তাদের OMR শিটের একটি করে প্রতিলিপি দিয়েছে।
পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া
পরীক্ষা শেষে বেরিয়ে আসা এক যুবক বলেন, “আসল OMR শিটের প্রতিলিপি হাতে থাকায় এখন কিছুটা আশ্বস্ত। যদিও সরকারের ওপর পুরোপুরি ভরসা নেই, তবে সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হচ্ছে বলে কিছুটা স্বস্তি।”
আরেক পরীক্ষার্থী জানান, OMR শিটের কপি হাতে থাকায় ভবিষ্যতে যদি কোনো দুর্নীতির ঘটনা ঘটে, তাহলে তারা নিজেরাই আইনি পদক্ষেপ নিতে পারবেন। তিনি বলেন, “আশা করি এবার আর দুর্নীতি হবে না, স্বচ্ছতা বজায় থাকবে।”
SSC ও সরকারের বক্তব্য
SSC-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরীক্ষা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। মোট ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ৩১ হাজার পরীক্ষার্থী ভিন রাজ্য থেকে এসেছিলেন।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সামাজিক মাধ্যমে এই পরীক্ষাকে সফলভাবে সম্পন্ন করার জন্য পরীক্ষার্থী, SSC এবং শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, পরবর্তী একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষাও একই রকম স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এবার থেকে OMR শিটের স্ক্যান করা কপি ১০ বছর এবং হার্ড কপি দুই বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে। এই উদ্যোগের ফলে SSC এবং সরকারের উপর আস্থা ফিরবে বলে মনে করছেন অনেকে।