“সাহস থাকলে আমেরিকার পণ্যের উপর…”-মোদীকে পাল্টা কত শুল্ক চাপানোর কথা বললেন কেজরি?

ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রতিবাদে মার্কিন পণ্যের ওপর ৭৫ শতাংশ শুল্ক আরোপ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, আমেরিকার সামনে ‘নতজানু’ না হয়ে কৃষক-শ্রমিকদের স্বার্থে এই সাহসী সিদ্ধান্ত নেওয়া উচিত।

রবিবার এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেন, “আমেরিকা ভারত থেকে রপ্তানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। আপনি আমেরিকা থেকে আমদানিতে ৭৫ শতাংশ শুল্ক আরোপ করুন, দেশ তা সহ্য করতে প্রস্তুত। শুধু আরোপ করুন। তারপর দেখুন ট্রাম্প মাথা নত করেন কি না।”

আমেরিকা থেকে তুলা আমদানির সমালোচনা
কেজরিওয়াল কেন্দ্রীয় সরকারের আমেরিকা থেকে তুলা আমদানিতে ১১ শতাংশ শুল্ক অব্যাহতির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি জানান, এমন পদক্ষেপ দেশের স্থানীয় কৃষকদের ক্ষতি করবে। তার অভিযোগ, “যখন আমেরিকা থেকে তুলা ভারতে আসবে, তখন এখানকার কৃষকরা বাজারে কম দাম পাবে। এভাবে আমেরিকান কৃষকদের ধনী করা হচ্ছে এবং গুজরাটের কৃষকদের দরিদ্র করা হচ্ছে।”

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া থেকে তেল কেনার কারণে গত আগস্ট মাস থেকে আমেরিকা ভারতের ওপর এই বর্ধিত শুল্ক আরোপ করেছে। এই শুল্ক নিয়ে টানাপোড়েনের মাঝেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার খুব ভালো বন্ধু।