“এতটাই আতঙ্কে যে পুলিশ…? আমি ভালো নেই”- হঠাৎ কী হল অভিনেত্রী দেবচন্দ্রিমার?

টলিউডের পরিচিত মুখ দেবচন্দ্রিমা সিংহ রায় সম্প্রতি তার নিজের আবাসনেই চূড়ান্ত হেনস্থার শিকার হয়েছেন। এই ঘটনায় তিনি এতটাই আতঙ্কিত যে, কলকাতা শহর ছেড়ে চলে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে অভিনেত্রী তার ভয়ের কথা জানিয়েছেন।

ঠিক কী ধরনের হেনস্থা তিনি হয়েছেন, সে বিষয়ে দেবচন্দ্রিমা স্পষ্ট করে কিছু জানাননি। তবে তিনি লিখেছেন যে, বেশ কিছু দিন ধরে তার নামে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। কখনো তার সম্পর্ক নিয়ে, কখনো অন্য কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে। এর ফলে তিনি প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন।

রবিবার তার আবাসনে একটি চূড়ান্ত ঘটনা ঘটে। পোস্টে তিনি লেখেন, “আমি হেনস্থা হয়েছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি… এইরকম পরিস্থিতিতে মনে হচ্ছে সবকিছু বন্ধ করে শহর ছেড়ে দিই।”

এই ঘটনার পর দেবচন্দ্রিমা পুলিশকে সবটা জানিয়েছেন। পুলিশ তাকে নিরাপত্তা দিলেও তার কথায়, “নিজের বাড়িতে সাধারণ একটা মানুষ এইভাবে বাঁচতে পারেন না।” তিনি মনে করেন, শহর ছেড়ে যাওয়া বা লুকিয়ে থাকা কোনো সমাধান নয়, কিন্তু তার এখন এটাই মনে হচ্ছে। তিনি আরও লেখেন, “এই শহর আর আমার নেই… শহর আমায় হেনস্থা করছে।”

দেবচন্দ্রিমা জানান, তিনি জানেন না এর পিছনে কোনো মহিলা আছেন নাকি পুরুষ, কিন্তু একদিন সত্যিটা সামনে আসবে। তিনি আরও আক্ষেপ করে লেখেন, “নিজের শহরে দেহরক্ষী নিয়ে ঘোরার মেয়ে আমি নই। তবু সেটাই করতে হচ্ছে।” এই ঘটনা তার সবকিছুর উপর থেকে বিশ্বাস উঠিয়ে দিয়েছে।