অভয়াকাণ্ডে তিন চিকিৎসককে তলব পুলিশের, আন্দোলনের জেরে পুলিশি পদক্ষেপ
September 7, 2025

অভয়াকাণ্ডে আন্দোলনের জেরে এবার তিন চিকিৎসককে তলব করল পুলিশ। গত বছরের ১৪ অক্টোবরের একটি ঘটনায় পুলিশের অনুমতি না নিয়ে মিছিল করার অভিযোগে এই তিন চিকিৎসককে হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয়েছে।
কারা এই তিন চিকিৎসক?
তলব করা চিকিৎসকরা হলেন আসফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদার এবং অর্ণব মুখোপাধ্যায়। এদের মধ্যে চিকিৎসক দেবাশিস হালদারকে বিশেষভাবে চারটি সমন পাঠানো হয়েছে। তাকে আগামী ৯ ও ১১ সেপ্টেম্বর থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি গত বছর ঘটেছিল, যখন অভয়াকাণ্ডের প্রতিবাদে চিকিৎসকরা একটি মিছিল বের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, এই মিছিলের জন্য পুলিশের কোনো অনুমতি নেওয়া হয়নি। সেই কারণে পুলিশ এখন এই চিকিৎসকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করছে। এই ঘটনা চিকিৎসকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।