কলিযুগের ছেলের কাণ্ডে স্তম্ভিত গ্রামবাসী, মাছের ঝোল না রাঁধায় মাকে কুপিয়ে খুন

মাছের ঝোল রান্না না করায় নিজের মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের গরিয়াবান্দ জেলার জোগিডিপা গ্রামে। অভিযুক্ত ছেলে, কমলেশ নন্দে, তার মা চন্দা বাইকে খুন করার পর দীর্ঘক্ষণ লাশের পাশেই বসেছিল।
কীভাবে ঘটল এই ঘটনা?
শুক্রবার রাতে কমলেশ বাড়িতে মাছ নিয়ে আসে এবং মাকে মাছের ঝোল রান্না করতে বলে। যেহেতু রাত অনেক হয়ে গিয়েছিল, তাই মা পরদিন সকালে রান্না করে দেবেন বলে জানান। এ নিয়ে মা-ছেলের মধ্যে ঝগড়া হয়।
পরদিন সকালে কমলেশ ঘুম থেকে উঠে দেখে যে, তার আনা মাছে পিঁপড়ে ধরে গেছে। এই সামান্য কারণে সে প্রচণ্ড রেগে যায় এবং হাতের কাছে থাকা একটি কুড়ুল দিয়ে মাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। ঘটনাস্থলেই মারা যান চন্দা বাই।
পুলিশি তদন্ত
খুনের পর কমলেশ প্রায় দুই ঘণ্টা মায়ের লাশের পাশেই বসে ছিল। প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফিঙ্গেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত কমলেশকে গ্রেফতার করে। পুলিশ হত্যার কাজে ব্যবহৃত রক্তাক্ত কুড়ুলটি বাজেয়াপ্ত করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
গরিয়াবান্দের এসডিওপি নিশা সিং এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখের’ বলে অভিহিত করেছেন। স্থানীয় গ্রামবাসীরা এই নৃশংসতায় হতবাক এবং অভিযুক্তকে ‘কলিযুগের ছেলে’ বলে নিন্দা করেছেন।