এসএসসি পরীক্ষা ঘিরে বিতর্ক, ‘যোগীরাজ্য’-এর পরীক্ষার্থীরা কেন বাংলায়

দীর্ঘ ৯ বছরের অপেক্ষা এবং বিতর্কের পর রবিবার শুরু হলো বহু প্রতীক্ষিত এসএসসি (SSC) শিক্ষক নিয়োগ পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিলের মতো কালো অধ্যায়ের পর এই পরীক্ষা রাজ্যের স্বচ্ছতার ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যজুড়ে ৬৩৬টি কেন্দ্রে মোট ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী কড়া নিরাপত্তার মধ্যে পরীক্ষা দিচ্ছেন।
রাজনৈতিক বিতর্ক
তবে এই পরীক্ষা শুধু বাংলার পরীক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। যোগীরাজ্য উত্তরপ্রদেশ এবং বিজেপি জোট শাসিত বিহার থেকেও বহু পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিতে এসেছেন। এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।
তৃণমূল নেতা কুণাল ঘোষ এই বিষয়টিকে কেন্দ্র করে বিজেপিকে কটাক্ষ করেছেন। তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “বাংলার SSC-র পরীক্ষা দিতে আজ হাজির যোগীরাজ্যসহ ভিনরাজ্যের প্রার্থীরা। অনেকে বলছেন ওখানে চাকরি নেই, পরীক্ষা স্থগিত হয় বারবার। তাই তাঁরা বাংলায় পরীক্ষা দিতে এসেছেন।” তিনি আরও বলেন, “এখানে কেউ বলেনি পরীক্ষায় কেবল বাঙালিরাই বসতে পারবে। কোনও পরীক্ষার্থীদেরই পরীক্ষায় বসতে বাধা দেওয়া হয়নি।” কুণাল ঘোষের এই মন্তব্যের মূল উদ্দেশ্য হলো, বিজেপি শাসিত রাজ্যগুলোতে চাকরির সুযোগ এবং পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা।
দুর্নীতির ছায়া পেরিয়ে নতুন সূচনা
নিয়োগ দুর্নীতির দীর্ঘ কালো অধ্যায় পেরিয়ে অবশেষে এসএসসি নতুন করে পরীক্ষার সূচনা করল। এই পরীক্ষার মাধ্যমে কমিশন প্রমাণ করতে চাইছে যে, তারা এখন স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার দিকে মনোযোগী। কিন্তু পরীক্ষাকেন্দ্রে ভিনরাজ্যের মুখ দেখা যাওয়ায় শাসকদল এটিকে বিরোধীদের আক্রমণ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা বোঝাতে চাইছে যে, বাংলার চাকরির বাজারেই আস্থা রাখছেন বাইরের প্রার্থীরাও।