‘মমতাকে গালি দেওয়া অন্যায়’, শুভেন্দুকে নাম না করে তোপ অনুব্রতর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বারবার ব্যক্তিগত আক্রমণ ও কটাক্ষের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দুবরাজপুরের একটি জনসভা থেকে তিনি নাম না করে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন।

অনুব্রত মণ্ডলের বক্তব্য

অনুব্রত মণ্ডল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা গালিগালাজ করে, তারা অন্যায় করে।” তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কেউ বলে বেগম, কেউ বলে খালা, কেউ বলে ফুফু… লজ্জা লাগে না? একটা মহিলা, তিনি মানুষকে ভালোবাসেন, এটা কি অন্যায়?” তিনি আরও বলেন, “আমাদের বিবেকানন্দ, রামকৃষ্ণ বা রবীন্দ্রনাথ কেউই কাউকে ঘৃণা করতে শেখাননি। তাহলে তোমরা এই ধরনের ভাষা ব্যবহার করো কেন? তোমাদের লজ্জা হওয়া উচিত।”

পাল্টা জবাব রাহুলের

অনুব্রত মণ্ডলের এই মন্তব্যের জবাবে বিজেপি নেতা রাহুল সিনহা তাকে একহাত নেন। তিনি বলেন, “অনুব্রত মণ্ডল কে যে আইসি-র স্ত্রীকে নোংরা ভাষায় গালিগালাজ করতে পারেন? শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব আছে বলেই তিনি জেলের বাইরে আছেন। যদি কোনো সভ্য সরকার থাকত, তাহলে তিনি জেলের ভেতরে থাকতেন।” রাহুল সিনহা আরও বলেন, অনুব্রত মণ্ডলের কাছ থেকে কেউ শিক্ষা নেবে না, কারণ তিনি নিজেই একজন মহিলার বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করেছেন।