এআই এবার ভারতীয় বিচারব্যবস্থায়, মানুষের কাজ কি দখল করবে কৃত্রিম বুদ্ধিমত্তা

‘তারিখ পে তারিখ’ – এই ধারণার বদল ঘটাতে এবার ভারতীয় বিচারব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার শুরু হতে চলেছে। মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র সরকার এই নতুন প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৯ সালে এস্টোনিয়াতে প্রথম রোবো বিচারক ব্যবহার করা হয়, আর এবার ভারতও সেই পথে হাঁটছে, তবে রোবট বিচারক হিসেবে নয়, বরং বিচারকদের কাজে সহায়ক হিসেবে।

কীভাবে কাজ করবে এই এআই?

আদালতের সঙ্গে ইন্টিগ্রেটেড এআই পুরনো মামলার রায় বা জরুরি তথ্য দ্রুত খুঁজে দেবে। এর ফলে বিচারকদের সময় বাঁচবে এবং মামলার নিষ্পত্তি দ্রুত হবে। প্রাথমিক পর্যায়ে এই প্রযুক্তি নিম্ন আদালতগুলোতে ব্যবহার করা হবে এবং খুচরো অপরাধ ও জমি মামলার মতো ক্ষেত্রে এটি প্রয়োগ করা হতে পারে। এই প্রযুক্তি ব্যবহারের জন্য বিচারকদের বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠানো হতে পারে।

আইনজীবীরা কী বলছেন?

বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, “বিচারপতিকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করতে পারে এআই। কিন্তু বিচার করতে হবে বিচারপতিকেই, কারণ হিউম্যান ইন্টেলিজেন্সের উপর আর কিছু হয় না।” অর্থাৎ, এআই বিচারকের কাজ দখল করবে না, বরং তাদের কাজের গতি বাড়াতে সাহায্য করবে।

বর্তমানে বেশিরভাগ গতানুগতিক কাজেই এআই মানুষকে টেক্কা দিচ্ছে। এখন দেখার বিষয়, ভারতীয় বিচারব্যবস্থায় এই নতুন প্রযুক্তির ব্যবহার বিচার প্রক্রিয়াকে কতটা সহজ ও দ্রুত করতে পারে।